চাকসু নির্বাচন : ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ

চাকসু নির্বাচনের ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন। ছবি : এনটিভি অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণের প্রথম দিকে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ও হল-হোস্টেলগুলোতে ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিতে শুরু করেছেন।