বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিল ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ছিল ৩২ হাজার ৩৯০ জন। পরীক্ষায় মোট পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল