ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল প্রতিযোগিতা ২০২৫-২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আজ শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় ভলিবল মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং ক্রীড়া সামগ্রী কেনা ও ক্রীড়া উন্নয়নে ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন
প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, শরীর-মন-মেধার বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি সচিব মাহবুব-উল-আলম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা তার কাছে গর্বের। এ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী বর্তমানে সরকারের সচিব পদে কর্মরত। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
আরও পড়ুন : হাফভাড়া নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়া সচিবের হাতেই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা ও ক্রীড়া উভয় ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। তাই ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানাচ্ছি।
আরও পড়ুন : হিটলারের ডিএনএ নিয়ে গবেষণা, অসাধারণ কিছু তথ্যের সন্ধান
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

মায়িশা মালিহা, ইসলামী বিশ্ববিদ্যালয়