বেনাপোল পৌরসভায় নৌকার জয়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/17/benapole_photo-boat_symbol_winner_in_benapole_municipality.jpg)
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৮২৫ ভোট।
আজ সোমবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
মোট ভোট পড়েছে ৫৭.৯১ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
সংরক্ষিত তিনটি নারী আসনে কামরুন্নার আন্না খাতুন, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম নির্বাচিত হয়েছেন।
মোট ৪৭ জন কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহণ করলেও নির্বাচিত হয়েছেন, সাদিপুর ১নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ২নং ওয়ার্ডে শরীফ উদ্দিন, বেনাপোল ৩নং ওয়ার্ডে মিজানুর রহমান, কাগজপুকুর ৪নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, দীঘিরপাড় ৫নং ওয়ার্ডে আজিমউদ্দিন গাজী, ভবেরবেড় ৬নং ওয়ার্ডে আসাদুজ্জামান, গাজীপুর ৭নং ওয়ার্ডে মজনুর রহমান, ছোট আচড়া ৮নং ওয়ার্ডে তাজিম উদ্দিন, বড় আচড়া ৯নং ওয়ার্ডে কামাল হোসেন।
দু-একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কঠোর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
দুপুরের পর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টুকে পিটিয়ে হাসপাতালে পাঠায় প্রতিপক্ষ। সাবেক মেয়র জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটনকেও লাঞ্চিত করা হয়।
বেনাপোল পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫। তবে, ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ধীরগতিতে বলে অভিযোগ ভোটারদের। ভোট কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বেনাপোল পৌর নির্বাচনের মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করেন, সন্ত্রাসীরা বাইরের এলাকা থেকে পৌরসভা এসে মহড়া দিয়েছে। তারা ভীতির সঞ্চার করেছে। কেন্দ্রগুলো থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন বলেন, অভিযোগকারী স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনি অপকৌশল। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।