আমাদের গল্পে ফিরে আসতেই হবে : হাবীব শাকিল

Looks like you've blocked notifications!
পরিচালক হাবীব শাকিল (ডানে)। ছবি : সংগৃহীত

টেলিভিশন নাটকগুলোর মান নিয়ে নানা গুণীজনের নানা মত। কেউ কেউ বলছেন, অনলাইনে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে গল্পহীন, মানহীন নাটক বানানো হচ্ছে। ইউটিউবে ঢুঁ মারলেই দেখা যায় বাহারি নামের কত নাটক। তবে দর্শক-হৃদয়ে সাড়া ফেলছে তার কত অংশ? এমন প্রশ্ন রয়েই যায়। তবে বরাবরই উল্টো পথে হাঁটা নির্মাতা হাবীব শাকিল। তাঁর মতে, একদিন গল্পে ফিরে আসতেই হবে নির্মাতাদের। কেন এ আত্মবিশ্বাস জন্মাল শাকিলের?

জন্মানোরই কথা। গেল জানুয়ারির মাঝামাঝি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয় নতুন ধারাবাহিক ‘পরের মেয়ে’। আর প্রচারের দুই মাস পূর্ণ না হলেও এরই মধ্যে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি। শুধু গৃহে টিভির পর্দায় দর্শক এ নাটক দেখছেন এমন নয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নন্দিত হচ্ছে। জীবন ও বাস্তবতার গল্প নিয়ে এ ধারাবাহিক নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। প্রতিটি চরিত্র এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

আর তাই হাবীব শাকিলের বিশ্বাস, ‘আমাদের একদিন (নাটকের) গল্পে ফিরে আসতেই হবে। মাঝখানে অনলাইনের ওপর নির্ভর করে অনেকে নানা কন্টেন্ট (আধেয়) তৈরি করেছে। আমার বিশ্বাস, আগামী এক বছরের মধ্যে সবাই গল্পের ওপর জোর দেবে, তারকা শিল্পীদের ওপর নির্ভর করবে না। গল্পের ওপর জোর দিলেই কাজের মান আস্তে আস্তে ভালো হতে থাকবে।’

সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় ‘পরের মেয়ে’ পরিচালনা করছেন হাবীব শাকিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, গোলাম কিবরিয়া তানভীর, দিলারা জামান, মুমতাহিনা টয়া, শাওন ও শিশুশিল্পী আরিয়া অরিত্র। এ পর্যন্ত ২৫ পর্ব সম্প্রচার হয়েছে। আজ রাতে প্রচারিত হবে ২৬তম পর্ব।

তবে নাটক যে নির্মাণ করবেন, এ কথা একসময় কল্পনায়ও আসেনি হাবীব শাকিলের। চট্টগ্রামের ছেলে শাকিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে যুক্ত ছিলেন। স্বপ্ন ছিল বড়পর্দায়। চট্টগ্রাম ছেড়ে ঢাকার বাসিন্দা হওয়ার পর জীবন-জীবিকার তাগিদেই নাটকের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

নাটকের মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও শাকিল মনে করেন, এখনো ভালো-ভালো নাটক নির্মাণ হচ্ছে। বরেণ্য নাট্যকাররা নাটক লিখছেন। বরাবরই আশাবাদী এ নির্মাতার মতে, দিন দিন নাটকের মান বাড়ছে।

দেখুন পুরো সাক্ষাৎকার :

‘পরের মেয়ে’ নাটকের দর্শকপ্রিয়তা প্রসঙ্গে এনটিভি অনলাইনকে হাবীব শাকিল বলেন, “এটি একেবারেই পারিবারিক গল্প নিয়ে তৈরি। আমার মনে হয়, দর্শক সব সময় ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন। নিখুঁত, ঝকঝকে-তকতকে স্ক্রিনে, একটা সুন্দর সহজ-সরল গল্প পছন্দ করেন তাঁরা। আমরা যদি ‘কোথাও কেউ নেই’ থেকে শুরু করে অন্য দর্শকপ্রিয় নাটকগুলোর কথা বলি; তবে দেখবেন, পারিবারিক গল্পের নাটকের প্রতি মানুষের আগ্রহ সব সময় ছিল।” এ ধারাবাহিকের সাফল্যের গল্পও এটা।”

শাকিল মনে করেন, টিভি মিডিয়া মানেই যেহেতু ড্রইংরুম মিডিয়া, তাই বাবা-মা, ভাইবোন সবাই মিলে একসঙ্গে দেখার মতো নাটক বানাতে হবে। আর নাটক ভালো হলে, দর্শক দেখবেনই।

‘পরের মেয়ে’ নাটকে আরো অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, হিন্দোল রায় প্রমুখ। প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে নাটকটি।