ঈদে শাকিবের ৪ কোটির ‘বিদ্রোহী’ মুক্তি পাচ্ছে অ্যাপে
আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমা। চার কোটি টাকা বাজেটের এই সিনেমা আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘সিনেমা হল বন্ধ, সে কারণে ঈদে হলে বিগ বাজেটের সিনেমাটি চালাব কি না, এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের অ্যাপে সিনেমাটি মুক্তি পাবে, এটা নিশ্চিত।’
এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। ঈদে অ্যাপে আসছে। কত টাকায় দর্শক দেখতে পাবেন, সেটা এখনও আমরা সিদ্ধান্ত নিইনি।’
‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা।
২০১৮ সালের ২৬ জুন ঢাকা ওয়েস্টিনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর তিন নম্বর ফ্লোরে চিত্রগ্রহণ শুরু হয়। এরপর একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেও সিনেমাটি মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
জানা গেছে, সিনেবাজ অ্যাপে পবিত্র ঈদুল আজহায় বিনামূল্যে দেখা যাবে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি।