এবার ফোক ফেস্ট হচ্ছে না

Looks like you've blocked notifications!
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আসর। ছবি : ফাইল ছবি

এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর স্থগিত করা হয়েছে। অনুমতি থাকা সত্ত্বেও করোনা সচেতনতার কারণে এবারের আয়োজনটি হচ্ছে না।

আজ শনিবার বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু। তিনি বলেন, ‘এবারের অনুষ্ঠানের জন্য আমাদের অনুমতি নেওয়া ছিল। তবে করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। যেহেতু আয়োজনটি হলে লোকসমাগম হবে, সে জন্যই সচেতনতার কারণে এবারের আয়োজন বাতিল করেছি।’

পরবর্তী আয়োজন কবে হবে? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে অজয় কুমার কুণ্ডু বলেন, ‘চলতি বছর এ আয়োজনটি আর হচ্ছে না, এটা নিশ্চিত। পরের বছরেরটা হবে। সেটা কখন হবে, সেটা নির্ভর করছে করোনা-পরিস্থিতির ওপর। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বসব।’

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।