কান্না থামিয়ে আবুল হায়াত বললেন, ‘একসঙ্গে আর মঞ্চে ওঠা হবে না আমাদের’

আজ ভোরে দীর্ঘদিনের বন্ধু আলী যাকের না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। খবরটি ঘুম থেকে উঠেই শুনেছেন অভিনেতা আবুল হায়াত। সেই থেকে ভীষণ মন খারাপ তাঁর, কান্না থামছে না প্রিয় বন্ধুর জন্য।
শুক্রবার দুপুরে যখন অভিনেতা আবুল হায়াতের সঙ্গে মুঠোফোনে কথা হচ্ছিল, চিরচেনা আবুল হায়াতের সেই কণ্ঠটা বেশ অচেনা, ভারাক্রান্ত। অগ্রহায়ণের দুপুরে যেন কালো মেঘ জমেছে। অনুরোধ করা হলো বন্ধুর স্মরণে কিছু বলার জন্য, আবুল হায়াত নীরব...
সেই নীরবতা ভাঙল মিনিট খানেক পর। বললেন, “ওর (আলী যাকের) সঙ্গে আমার প্রথম দেখা ১৯৭২ সালে। ও যখন নাগরিকে (নাগরিক নাট্যদল) এলো। তাঁকে নিয়ে আসা হলো ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয়ের জন্য। সেই থেকে আমাদের বন্ধুত্ব আর একসঙ্গে অভিনয় করা। আমার স্ত্রীর পূর্ব পরিচিত সে। আমার স্ত্রী যখন খুলনায় থাকত তখন পারিবারিকভাবে পরিচয় ছিল। স্ত্রীর মুখ থেকে আগেই ওর নাম শুনেছিলাম।’’
এরপর আবার নীরব আবুল হায়াত। দ্বীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করলেন, ‘তারপর আমাদের ঘনিষ্টতা বাড়ল। বাসায় যাতাযাত শুরু হলো। ও বিয়ে করল। আমার মেয়েরা ওকে মামা ডাকে...’
এবার আর কান্না থামাতে পারলেন না এই অভিনেতা। কান্নাজড়িত কণ্ঠে শুধুই বলে গেলেন, “আমরা একসঙ্গে কত অভিনয় করেছি, পাশাপাশি দাঁড়িয়ে কত অভিনয় করেছি... প্রত্যেকটা অভিনয়ের সময় ও বলতো, ‘হায়াত, তোর সঙ্গে অভিনয় করে বড় আরাম লাগে। তোর মতো কো-অ্যাক্টর পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। আমি এই কথাটা কোনোদিন ভুলি না..., আমার বন্ধু এভাবে চলে যাবে আমি বুঝতে পারিনি। খুব কষ্ট করেছে পাঁচটা বছর, ক্যানসার নিয়ে মঞ্চে উঠেছে আমার সঙ্গে। একটা মানুষ অভিনয়ের জন্য কতটা পাগল হতে পারে ওকে না দেখলে বোঝা যায় না।”

ফোনের এপাশে শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কথা বলছেন না আবুল হায়াত। সেই কান্না থামলে আবুল হায়াত জানালেন, ‘করোনার মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে দুবার। আর দেখা হয়েছে মার্চে, আমি ওর বাসায় গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বললাম, দোস্ত সুস্থ হয়ে ওঠ, আবার একসঙ্গে মঞ্চে অভিনয় করব। অথচ একসঙ্গে আর মঞ্চে ওঠা হবে না আমাদের...’
আবুল হায়াত এবার অপারগতা জানালেন, ‘এখন আর কথা বলতে পারব না...।’
দীর্ঘ চার বছর ক্যানসারে আক্রান্ত আলী যাকের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৭৬ বছর বয়সী বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বাদ আসর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হবে।