গোপনে শাকিবের সঙ্গে শুটিং করছেন কলকাতার দর্শনা?
কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। অথচ সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমনের দাবি, তিনি এখনও ঢাকায় আসেননি। কিছুদিন পরে শুটিংয়ে যোগ দেবেন।
একাধিক গণমাধ্যমের খবর অনুসারে, ৮ মার্চ ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা কলকাতার দর্শনা বণিকের। সেই খবর জানতে গতকাল শুক্রবার সকালে এনটিভি অনলাইন সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ‘দর্শনা তিন-চার দিন পরে আসবেন। আমাদের যখন প্রয়োজন হবে, তখন তিনি যোগ দেবেন। এখন শাকিব খানের অংশের শুটিং করছি।’
গত ২২ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে দর্শনা নিজের বাংলাদেশে আসার ভিসা না থাকার কথা জানিয়েছিলেন। সে কারণেই কি নায়িকা যোগ দিতে পারছেন না, এমন প্রশ্ন রাখা হলে ওয়াজেদ আলী সুমন তা নাকচ করেন।
অথচ ১০ মার্চ রাতেই নাকি ঢাকায় এসেছেন দর্শনা বণিক। ভারতীয় গণমাধ্যম কলকাতা টাইমস ও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এনটিভি অনলাইন এই তথ্য নিশ্চিত হয়েছে। এরই মধ্যে পাবনায় শাকিবের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন কলকাতার এই অভিনেত্রী। শুটিং সেটে অবস্থান করা অন্তত দুজন এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া দর্শনা বণিক নিজে কলকাতা টাইমসের পোস্টটি ফেসবুকে শেয়ার করেছেন, যে পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে শুটিংয়ে অংশ নিতে বিমানবন্দরে দর্শনা। একটি ছবিও যুক্ত করা হয় সেই পোস্টে।
তাহলে কলকাতার দর্শনার পাবনায় শুটিংয়ে অংশ নেওয়া নিয়ে কেন এই গোপনীয়তা? এই প্রশ্ন নিয়ে আজ শনিবার সকালে ওয়াজেদ আলী সুমনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে শুটিংয়ে ব্যস্ত বলে ফোন কাটেন এই পরিচালক।
শুটিং নিয়ে এই গোপনীয়তার কারণ জানতে দর্শনা বণিকের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি।