চলছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২১ আয়োজন করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ বারের উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উৎসবকে সামনে রেখে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সপ্তম তলায় উৎসব দপ্তর খোলা হয়েছে।

দপ্তরে প্রতিদিন বিভিন্ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এ বারের উৎসবে দেশের ১৫০টির অধিক দল মঞ্চনাটক, পথনাটক, নৃত্যালেখ্য, সংগীতালেখ্য, দলীয় আবৃত্তি, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও শিশু-কিশোর সংগঠনের পরিবেশনা রয়েছে। উৎসবকে সাফল্যমণ্ডিত করতে ১৫টি উপ-কমিটি গঠিত হয়েছে।