জায়েদকে শুভ কামনা জানিয়ে শিল্পী সমিতিতে আমন্ত্রণ নিপুণের

Looks like you've blocked notifications!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তারের প্যানেলের ১১ জন শপথ নিয়েছেন।

তবে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে জয়ী ১০ জনের কেউই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। মিশা-জায়েদের প্যানেল থেকে জয়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী বিএফডিসিতে শুট করলেও শপথ অনুষ্ঠানে যোগ দেননি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রোববার বিকেল পৌনে ৬টায় বিএফডিসির মান্না ডিজিটাল স্টুডিয়োর সামনে শুরু হয়।

নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। বাকিদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। পরে মিশা সওদাগর সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

শপথ গ্রহণ শেষে চিত্রনায়িকা নিপুণ আক্তার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি।’ এ সময় তাঁকে জায়েদ খানের উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতির কথা জানালে তিনি বলেন, ‘এটা আসলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিষয়। এখন উনাকে যেটা করতে হবে, সমাজকল্যাণের সাথে ব্যাপারটা বুঝতে হবে। যেহেতু এখন এটা সরকারের কাছে চলে গেছে। এখন উনারাই আসলে ডিসিশন নেবেন। আপনারা দোয়া করবেন।’

চিত্রনায়িকা নিপুণ আরও বলেন, ‘শুভ কামনা উনার (জায়েদ খান) জন্য। আমি বলব, আপনি আসেন। শিল্পী সমিতিতে একসাথে বসে একাত্ম হয়ে কাজ করেন।’
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর। মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিতরা কেউ শপথ নেননি। নির্বাচিত ২১ জনের মধ্যে ১১ জন শপথ নিয়েছেন।
 
গতকাল জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য পদপ্রার্থী চুন্নুর প্রার্থিতা বাতিল করে নাদির খানকে নির্বাচিত ঘোষণা করেছেন তিনি।
 
এবারের বিজয়ীরা হলেন ইলিয়াস কাঞ্চন (সভাপতি), নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক), মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল (সহ-সভাপতি), সাইমন সাদিক (সহ-সাধারণ সম্পাদক), মামনুন ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক সম্পাদক), শাহনূর (সাংগঠনিক সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), আজাদ খান (কোষাধ্যক্ষ)।
 
কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, মৌসুমী, নাদির খান।