জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিতের সিদ্ধান্ত

Looks like you've blocked notifications!
যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক আজ রোববার এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইল। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

আজ রোববার (২ এপ্রিল) বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে এক সংবাদ সম্মেলনে সাইমন বলেন, ‘জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ, তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।’ 

দুপুর পৌনে দুইটায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়ে। বিকেল পৌনে ৪টায় ওই বৈঠক শেষ হয়। এদিন জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছেন। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার দাবি করেন।