দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রিকশা গার্ল’

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টার ও নির্মাতা অমিতাভ রেজা। ছবি : সংগৃহীত

আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। উৎসবে প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে সিনেমাটি। চলতি বছরের ২২ জুলাই থেকে ‍১ আগস্ট পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

সিনেমাটির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেসবুকে অমিতাভ রেজা আরও জানিয়েছেন, এখন সিনেমাটি অস্কারে জমা দেওয়া যাবে।

এ প্রসঙ্গে আজ মঙ্গলবার দুপুরে অমিতাভ রেজা এনটিভি অনলাইনকে বলেন, ‘অস্কারের ব্যাপারটি আমি আমার প্রযোজককে কোট করেছি। এ প্রসঙ্গে বিস্তারিত জানি না। তবে শুনেছি, এ আয়োজনের ফলে অস্কারে সিনেমা জমা দেওয়া সহজ হয়।’

এদিকে, সিনেমাটি বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে, এ প্রসঙ্গে নির্মাতার উত্তর, ‘আমি সঠিক জানি না।’

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। এ ছাড়া অভিনয় করছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী, সিয়াম আহমেদ প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ।

বিজ্ঞাপননির্মাতা হিসেবে তুমুল জনপ্রিয় অমিতাভ রেজা চৌধুরী অসংখ্য নাটকও নির্মাণ করেছেন। ২০১৬ সালে তাঁর নির্দেশনায় প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ সাড়া ফেলেছিল ঢাকাই চলচ্চিত্রে।