নাজিফার মৃত্যুতে দর্শকদের ক্ষোভ, শেষ হচ্ছে ‘পরের মেয়ে’

Looks like you've blocked notifications!
নাটকটির দৃশ্য, টিম ও প্রভা । ছবি : সংগৃহীত

এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’র সম্প্রচার শেষ হচ্ছে আজ রোববার। দীর্ঘ ১৪ মাসের যাত্রা শেষে ১২৬তম পর্বে এসে থামছে আলোচিত ধারাবাহিকটির যাত্রা।

তবে ‘পরের মেয়ে’ ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হওয়ার আগেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শকমনে। কেননা এরই মধ্যে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নাজিফার মৃত্যু হয়েছে। নাটকের ১২৫তম পর্বে নাজিফা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার মৃত্যুর পর অন্তর্জালে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দর্শকদের।

এই যেমন- ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড হওয়ার পর মন্তব্যের ঘরে কলকাতা থেকে আদ্রিস বিশ্বাস লিখেছেন, ‘বাড়িতে এই নাটকটা সবাই দেখে এবং আমিও দেখি। তবে শেষ যে এমন হবে ভাবিনি। পুরো জল ঢেলে দেওয়ার মতো কাণ্ড হলো, একদম খুশি হইনি।’

রুমাইসা সুলতানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাজিফার মৃত্যু মানি না। পরিচালকের ফাঁসি চাই।’ মাসুম বিল্লাহ লিখেছেন, ‘আহ! নাজিফা জানতেই পারল না, আসল খুনি কারা। কারা আসল অপরাধী... নাজিফার মৃত্যু ঠিক হয়নি।’ বিত্তু মিঠু লিখেছেন, ‘আরিয়ানা এখন শায়ানের কাছে থাকলে ভালো হবে। বড় হয়ে মা-বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে।’ দর্শকদের এমন ক্ষোভের প্রায় দেড় হাজার মন্তব্য জমা পড়েছে ইউটিউবে।  

দর্শকের এমন ক্ষোভ প্রসঙ্গে নাটকটির নির্মাতা হাবীব শাকিল এনটিভি অনলাইনকে বলেন, ‘দর্শকদের ক্ষোভকে আমি খুব পজিটিভভাবে দেখছি। আমি একটি জায়গায় সফল হয়েছি যে, চরিত্রগুলোকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি। একটা চরিত্রের মৃত্যুতে দর্শকের ক্ষোভই প্রমাণ করে কতটা ভালোবাসা, আর কতটা প্রেম জড়িত ছিল এই নাটকের সঙ্গে। আমি আমার পুরো টিম এবং এনটিভির প্রতি অনেক কৃতজ্ঞ আমার প্রতি আস্থা রাখার জন্য।’

ধারাবাহিক নাটকটির কোনো সিক্যুয়েল আসছে কি না, এমন প্রশ্নে নির্মাতার উত্তর, ‘আজ শেষ পর্বে দর্শকদের জন্য একটি চমক থাকছে। এই চমকের প্রতি দর্শকের আগ্রহের ওপর নির্ভর করছে সেটা।’

‘পরের মেয়ে’ নাটকটি এনটিভিতে প্রচারিত হতো প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন কাজী রিটন। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় ‘পরের মেয়ে’ পরিচালনা করেছেন হাবীব শাকিল। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, গোলাম কিবরিয়া তানভীর, দিলারা জামান, মুমতাহিনা টয়া, শাওন ও শিশুশিল্পী আরিয়া অরিত্রী। নাটকে আরও অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, ইলোরা গওহর ও হিন্দোল রায়।