নিজের গল্পে মোশাররফের ঈদ নাটক, ঝগড়াটে বউ নিয়ে বিপাকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে ঈদের পঞ্চম দিন রাত ৮টায় এনটিভিতে প্রচার হতে যাচ্ছে ‘না বলা কথা’ শিরোনামে একটি একক নাটক।
সাদাত রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। নাটকটির গল্প লিখেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম নিজে। আর নিজের গল্পের নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, সামিয়া নাহিদ, হেদায়েত নানু, আল নাহিয়ান, স্বপ্নীল রানা প্রমুখ।
আজ সোমবার দুপুরে ‘না বলা কথা’ নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মারুফ মিঠু এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকটি মূলত স্বামী আর স্ত্রীর গল্প। যেখানে স্বামীকে দেখা যাবে তার স্ত্রীকে ভালোবাসার কথা বলতে পারছে না। কারণ, স্ত্রী খুবই ঝগড়াটে টাইপের। সে কারণে একটি বুদ্ধি বের করে স্বামী তার স্ত্রীকে ভালোবাসার কথাগুলো বলে। বাকিটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’