বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন। ছবি : সংগৃহীত

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে জোটের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য মাসকুর এ সাত্তার কল্লোল, গণসংগীত সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য স্বপন চৌধুরী, গণসংগীতশিল্পী রেজাউল হোসেন, আবৃত্তিশিল্পী রশিদ কামাল, আবৃত্তিশিল্পী তারেক আলী মিলন প্রমুখ।