বলিউড অভিনেতা সতীশ কৌশিক নেই

Looks like you've blocked notifications!
ছবি- পিন্টারেস্ট

বলিউড অভিনেতা সতীশ কৌশিক(৬৬) ভারতের গুরুগ্রামে মারা গিয়েছেন। ময়নাতদন্ত করার পর তাঁর দেহ মুম্বাইতে নেওয়া হবে।

কঙ্গনা রানাউত, মধুর ভান্ডারকর, মনোজ বাজপেয়ী এবং সোনি রাজদান সহ বলিউডের সেলিব্রিটিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সতীশ কৌশিকের ঘনিষ্ঠ সহযোগী অভিনেতা অনুপম খের টুইটারে দুঃখজনক সংবাদটি ঘোষণা করেন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন যে, আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সতীশের মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সতীশ যখন দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তখন তিনি অস্বস্তি বোধ করেন।

সতীশ কৌশিক ১৩ এপ্রিল, ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। জানে ভি দো ইয়ারা, মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা এবং উড়তা পাঞ্জাবের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রসংশিত হয়েছিলেন। একজন পরিচালক হিসেবে, তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হল সালমান খান-অভিনীত ‘তেরে নাম’। তিনি ছিলেন একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া/ হিন্দুস্তান টাইমস