মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া-আতিকের ‘পেয়ারা সুবাস’

Looks like you've blocked notifications!
পেয়ারা সুবাস সিনেমার অভিনেত্রী জয়া আহসান ও পরিচালক নূরুল আলম আতিক। ছবি : ইউএনবি

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে এবারও রয়েছে বাংলাদেশের সিনেমা। প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস বা দ্য সেন্ট অব সিন।’ উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতা বিভাগে ১২টি সিনেমার মধ্যে একটি পেয়ারা সুবাস। এছাড়াও এই বিভাগে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানের সিনেমা।

পেয়ারা সুবাস—এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম এ আসর চলবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগত আসরে প্রতিযোগিতা বিভাগের তালিকায় ছিল বাংলাদেশের আদিম সিনেমাটি। এমনকি এর পরিচালক যুবরাজ শামীম জিতেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।