মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’র গান মুক্তি, প্রেক্ষাগৃহে দেখা যাবে ঈদে

Looks like you've blocked notifications!
‘প্রহেলিকা’ চলচ্চিত্রের পোস্টার পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক পেইজ থেকে নেওয়া।

আগামী ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মাহফুজ আহমেদ-বুবলি জুটির ছবি ‘প্রহেলিকা’।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে ইমরান ও কোনালের গাওয়া মেঘের নৌকা শিরোনামে ছবির একটি গানের শুভ মুক্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান ছবির পরিচালক চয়নিকা চৌধুরী।

ইমরানের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল।  

অনুষ্ঠানে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রেম মানেই হচ্ছে না পাওয়ার অনুভূতি। পুরো জীবনটাই রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা৷ এমন ধাঁধা নিয়েই অর্পা ও মনার প্রেম কাহিনী হচ্ছে প্রহেলিকা।’

রঙ্গন মিউজিক প্রযোজিত ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজক জামাল হোসেন। অভিনয়ে মাহফুজ আহমেদ, বুবলি, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।