রিয়াজের কান্না নিয়ে অন্তর্জালে ‘ট্রল’, জবাব দিলেন জায়েদ

Looks like you've blocked notifications!
চিত্রনায়ক রিয়াজ ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল সন্ধ্যায় নির্বাচনি প্রচারণার সময় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীর কষ্টে আবেগে কেঁদেছেন।

ওই কান্না নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে খবর ও ভিডিও প্রকাশিত হলে অন্তর্জালে কটাক্ষের শিকার হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। সমালোচকদের একাংশের দাবি, রিয়াজ কান্নার ‘নাটক’ করেছেন। এমন একাধিক মন্তব্য উত্তাপ ছড়াচ্ছে নায়কের এই কান্না নিয়ে।

এ ঘটনার ব্যাখ্যা দিয়ে গতকাল রাতেই উপস্থিত সাংবাদিকদের রিয়াজ আহমেদ বলেছিলেন, ‘আমরা একটি নির্বাচনি গান করেছি। গানটি যখন বাজছিল, তখন ৭০ বছরের বেশি বয়সি একজন ভোটাধিকার-হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তাঁর সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।’

এফডিসিতে কাঁদেছিলেন রিয়াজ। ছবি : এনটিভি অনলাইন

এ প্রসঙ্গে অন্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান বলেছেন, ‘যে বৃদ্ধকে নিয়ে রিয়াজ ভাই কেঁদেছেন, তাঁর নাম রমিজ উদ্দিন। অথচ ২০১৭ সালে এই রমিজ উদ্দিনের ভোটাধিকার বাতিলের কাগজে রিয়াজ ভাইয়ের স্বাক্ষর আছে। তাহলে কেন তিনি স্বাক্ষর করেছিলেন?’

জায়েদ খান আরও মন্তব্য করেছেন, ‘এই বিষয় (১৮৪ শিল্পীর ভোটাধিকার বাতিল) নিয়ে মামলা চলমান, কোর্টে বিচারাধীন। এই ইস্যুতে রিয়াজ ভাইয়ের এমনটা করা ঠিক হয়নি। আর দোষটা শুধু কেন আমাকে দিচ্ছেন?’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি।  এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।