শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

Looks like you've blocked notifications!
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসানা মিমি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসানা করিমকে (আফসানা মিমি) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই পদে আরো নিয়োগ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা মাহবুবা করিম।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসানা করিম, পিতা সৈয়দ ফজলুল করিম, মাতা শিরিন আফরোজকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা মাহবুবা করিম, স্বামী কমর উদ্দিন আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগাদানের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয়শিল্পী হিসেবে আলোচিত আফসানা মিমি। পরিচালক হিসেবেও খ্যাতি আছে এই অভিনেত্রীর। নব্বই দশকে জনপ্রিয় ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।