স্টুডিও ওরিয়েন্টালে চাইনিজ ও প্রাচ্যশিল্পের কর্মশালা

Looks like you've blocked notifications!
শিল্পী নাজমুল হক বাপ্পী। ছবি : সংগৃহীত

প্রাচীন ও প্রাচ্যধারার উৎপত্তিস্থল চীন। চাইনিজ পেইন্টিং অত্যন্ত জনপ্রিয়। প্রাচ্যশিল্পের সঙ্গে  চীনা শিল্পের রয়েছে নিবিড় সম্পর্ক। আর শিল্পী নাজমুল হক বাপ্পী চিত্রকর হিসেবে যেমন পরিচিত, তেমনি নাট্যনির্মাতা হিসেবেও অত্যন্ত জনপ্রিয়।

আগামী ২৩ নভেম্বর থেকে তিন দিনব্যাপী চাইনিজ পেইন্টিং ও প্রাচ্যকলাবিষয়ক কর্মশালার আয়োজন করতে যাচ্ছেন শিল্পী বাপ্পী। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে এবং প্রত্যেক প্রতিযোগীকে সনদ দেওয়া হবে।

পরে সেমিনারের মাধ্যমে চীন সরকারের বৃত্তি প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হবে। চারুকলার শিক্ষার্থীসহ যে কেউ এই কর্মশালায় অংশ নিতে পারবেন। কর্মশালাটি হবে রাজধানীর কলাবাগানে শিল্পী নাজমুল হক বাপ্পীর নিজস্ব ‘স্টুডিও ওরিয়েন্টাল’-এ।

শিল্পী বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ থেকে প্রথম শ্রেণি অর্জন করে বিএফএ ও এমএফএ ডিগ্রি অর্জন করেন। এরপর চীন সরকারের বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং বিষয়ে পড়াশোনা করেন।