হলিউডের টম ক্রুজকে দেখে নায়ক হয়েছেন রিয়াজ?

Looks like you've blocked notifications!
চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ছবি : এনটিভি অনলাইন

৩৬ বছর আগে হলিউডের অন্যতম শীর্ষ তারকা টম ক্রুজের ‘টপ গান’ সিনেমায় মুগ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। টমের প্রতি সে মুগ্ধতাই বাংলাদেশ বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে কাজ করা রিয়াজের নায়ক হওয়ার পেছনে একটি কারণ হিসেবে মনে করেন এ অভিনেতা।

রাজধানী মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘টপ গান : ম্যাভেরিক’ সিনেমার প্রিমিয়ার শো দেখতে এসে এসব কথা জানিয়েছেন রিয়াজ আহমেদ।

রিয়াজ বলছিলেন,

অনেক বছর আগে যখন টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা দেখেছিলাম, তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমরা পাইলট হিসেবে যেভাবে হাঁটি, কল দেই—সব টেকনিক অ্যাডাপ্ট করেছিলেন টম। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম এক কথায়। মনে হয়েছিল অভিনয় পেশা তো পাইলটের চেয়ে ভালো। সত্যি কথা বলতে, টম ক্রুজের সিনেমা দেখে অভিনয়ে আসার ইচ্ছাও জাগে কিছুটা। আমার নায়ক হওয়ার পেছনে তাঁর অভিনয় একটি কারণ।

প্রিমিয়ার শোতে চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ছবি : সংগৃহীত

আজ ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘টপ গান : ম্যাভেরিক’। একই দিন থেকে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে।

চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল এই ‘টপ গান’। টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকু ফিকে হয়নি, এ ছবির সিক্যুয়েল তারই প্রমাণ।