১০ বছর পর অভিনয়ে ফিরলেন উপস্থাপক জয়
একসময় টিভি পর্দার নিয়মিত মুখ ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাটকের পাশাপাশি নাম লিখিয়েছিলেন সিনেপর্দায়। তার পর ছন্দপতন, সেই অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন জনপ্রিয় উপস্থাপক।
তবে সুখবর হচ্ছে, দীর্ঘ ১০ বছর পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি। নির্মাতা অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘বিয়োন্ড দ্য বর্ডার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তাঁর এই ফেরা।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, ‘গত কয়েক বছরে প্রায়ই আমাকে অভিনয়ে ডাকেন অনেক নির্মাতা। কিন্তু গল্প ও চরিত্র আমাকে মুগ্ধ করতে পারে না, তাই আর অভিনয়ে ফেরা হচ্ছিল না। কিন্তু অরণ্য আনোয়ার ভাই যখন গল্প ও সবকিছু জানালেন, তখন মনে হলো এই কাজটি আমার জন্য। সে জন্য অভিনয়ে ফিরেছি।’
ওয়েব ফিল্মে একজন সাইকো রোগীর চরিত্রে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়। পরিচালক অরণ্য আনোয়ার জানালেন, ‘পঞ্চাশোর্ধ্ব একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়। এই চরিত্রের জন্য তাঁকে নতুন লুক দিয়েছি।’
ওয়েব ফিল্মটি আসছে ঈদে একটি বেসরকারি টিভির অ্যাপে মুক্তি দেওয়া হবে।