দীপিকা ঢাকায়, একমঞ্চে শানু মিম মেহজাবীনও
দীপিকা পাড়ুকোন ঢাকা আসছেন -কয়েক মাস ধরেই টিভি বিজ্ঞাপন, ইন্টারনেট, গণমাধ্যমে চলছে এর প্রচার। তবে দীপিকার ভক্তদের জন্য সুখবর হলো, তাদের স্বপ্নের নায়িকা আজ শনিবার ৩০ মে, দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। লাক্সের প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকায় এলেন স্টাইলিশ এই অভিনেত্রী।
দীপিকার আগমন উপলক্ষে সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান হবে বসুন্ধরা কনভেনশন হলে। অনুষ্ঠানের প্রথম ভাগে পণ্যের প্রচারণা চালানো হবে। এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দীপিকা অভিনীত বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশের লাক্সসুন্দরী শনারৈ দেবী শানু, বিদ্যা সিনহা মিম আর মেহজাবীনও।
লাক্স সুন্দরী শানু বলেন, ‘দীপিকা অভিনীত চলচ্চিত্রের গানের সাথে আমরা আজ নাচব। দীপিকা অনেক ভালো নাচেন। আমরাও চেষ্টা করব যাতে ওঁর মতো নাচতে পারি। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে।’
অন্যদিকে মিম বলেন, ‘আশা করছি খুব ভালো একটা অনুষ্ঠান হবে। অনুভূতি এক কথায় দারুন’।
তবে লাক্স সুন্দরীরা শুধু দীপিকা অভিনীত চলচ্চিত্রের গানের সাথে নাচবেন না, কয়েকটি বাংলা গানের সঙ্গেও নাচবেন বলে জানা গেছে।