শাহরুখ দয়ালু, সালমান মজার : সানি লিওন
বলিউডের প্রভাবশালী দুই খানকে নিয়ে সম্প্রতি প্রশংসাসূচক মন্তব্য করেছেন সানি লিওন। কদিন আগেই সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’ অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবির প্রচার করতে দেখা যায় সানিকে। এর পরপরই এ দুই তারকাকে নিয়ে মন্তব্য করেন সানি। সালমান খানের সঙ্গে সানি লিওনের প্রথম দেখা হয় ‘বিগ বস’-এর অংশগ্রহণকারী হিসেবে। আর শাহরুখ খানের সঙ্গে প্রথম কাজ করেন ‘রইস’ ছবিতে, একটি আইটেম গানে। ছবিটি মুক্তি পেয়েছে আজ বুধবার।
ছবিটির প্রচারের জন্যই বিগ বসের সেটে সালমান ও শাহরুখের সঙ্গে বেশ কিছু মুহূর্ত কাটান সানি। আর এ সময়টুকুই নাকি সানির স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে, এমনটাই জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া। সানি দুই খানের সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে বলেন, “আমার জন্য খুবই স্মৃতিকাতর মুহূর্ত ছিল সেটা। এই ‘বিগ বস’-এর ঘর থেকে আমার নতুন যাত্রা শুরু হয়েছিল। পাঁচ বছর পর ভারতের দুজন বড় মাপের তারকা ও আদর্শের সঙ্গে আমি এই ঘরে আবারও এসেছি। আপনারা আমার মনের অবস্থা বুঝতেই পারছেন।”
সালমানের প্রশ্নের সম্মুখীন হয়ে কেমন লেগেছিল, এ প্রশ্নের উত্তরে সানি লিওন বলেন, ‘আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, যখন আমি বুঝতে পারলাম যে দুজন বড় সুপারস্টারের মাঝে আমি দাঁড়িয়ে আছি। নার্ভাস লাগলে আমি অস্থির হয়ে যাই।’
সালমান খান সম্বন্ধে জানতে চাওয়া হলে সানি বলেন, ‘দীর্ঘ সময় পর তাঁর সঙ্গে দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছে। একটি ক্রিকেটের মাঠে সর্বশেষ তাঁর সঙ্গে আমার দেখা হয়। সালমান খান সব সময়ই মজা করেন, ভালো মানুষ।’
সালমান খানের ভাই আরবাজ খানের প্রতিও সানির একই মনোভাব, যাঁর সঙ্গে পরবর্তী ছবি ‘তেরা ইনতেজার’-এ সানিকে দেখা যাবে। আরবাজ সম্বন্ধে সানি বলেন, ‘এই রোমান্টিক থ্রিলার ছবির শুটিং করতে আমার বেশ ভালো লেগেছে। আরবাজ আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং তাঁর সঙ্গে শুটিং করা সত্যিই খুব আনন্দের।’
শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে কাজ করার মুহূর্তটা কেমন ছিল—জানতে চাইলে সানি বলেন, ‘আমদের মধ্যে বেশ ভালো আলাপই হয়েছে। তিনি সত্যি অনেক চমৎকার মানুষ। শাহরুখ সবার প্রতি নম্র, উদার ও দয়ালু। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
শোনা যাচ্ছে, আসন্ন অনেক ছবিতে আইটেম গানের জন্য সানি লিওনকে প্রস্তাব দেওয়া হয়েছে। ‘রইস’-এর আইটেম গান করার পর আরো অনেক আইটেম গানে কাজ করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে সানি বলেন, ‘আমার যদি গানটি পছন্দ হয়, এর পেছনের কনসেপ্ট যদি পছন্দ হয়, তাহলে কাজ করব। আর ওই ছবিতে অন্য কে কে কাজ করবেন, সেটা জানার পর সিদ্ধান্ত নেব। তা ছাড়া একটা গানের জন্য যা যা প্রয়োজন, সেটি যদি প্রযোজনা সংস্থা দিতে পারে তাহলে আমি অবশ্যই করব।’