৮৯তম অস্কার

‘লা লা ল্যান্ড’ নয়, সেরা ‘মুনলাইট’

Looks like you've blocked notifications!

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবির পালক কার মুকুটে যুক্ত হচ্ছে, সেটা অনুমান করা হচ্ছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকেই। সেই অনুমানকে সঠিক প্রমাণ করে সেরা ছবির কৃতিত্ব দেওয়া হয় ‘লা লা ল্যান্ড’-কেই। কিন্তু না, ঘোষণাটি নাকি ছিল ভুল! নাম সংশোধন করে জানানো হয়, সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘মুনলাইট’। অস্কারের অফিশিয়াল পেজ থেকে শুরু করে দুনিয়ার অজস্র নিউজ পোর্টালে সঙ্গে সঙ্গেই সরিয়ে ফেলা হয় ‘লা লা ল্যান্ডে’র নাম, বসানো হয় ‘মুনলাইট’কে।

ব্যারি জেনকিন্স পরিচালিত ছবিটি তৈরি হয়েছে তারেল আলভিন ম্যাকক্র্যানির লেখা ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’ নাটক অবলম্বনে। ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ছবিটি বেস্ট মোশন পিকচার (ড্রামা) বিভাগে পুরস্কৃত হয়। আর এবারের অস্কারে সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা চিত্রনাট্য (গৃহীত) বিভাগে পুরস্কার লাভ করে ‘মুনলাইট’। ছবিটি মনোনয়ন পেয়েছিল আটটি বিভাগে।

অন্যদিকে, সেরা পরিচালক হয়েছেন ড্যামিয়েন শ্যাজেল। তাঁর পরিচালিত ‘লা লা ল্যান্ড’ পাঁচটি বিভাগে পুরস্কার পায়, ছবিটি মনোনয়ন পেয়েছিল ১৪টি বিভাগে। এর আগে ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ও ১৯৫০ সালে ‘অল অ্যাবাউট ইভ’ দুটি ছবি ১৪টি বিভাগে মনোনয়ন পায়। ছবিটিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য এমা স্টোন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ছবিটির প্রাণ সংগীত। সংগীতের দুই বিভাগ—অরিজিনাল স্কোর ও অরিজিনাল সং দুটোতেই সেরা ‘লা লা ল্যান্ড’। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁদের নিশ্চয় মনে আছে ‘সিটি অব স্টার্স’ গানটির কথা। আর গোটা ছবিটিই তো সুরের চাদরে মোড়া এক প্রেম ও বিচ্ছেদের চলচ্চিত্র।

রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসা এবারের অস্কারে যেসব বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে সেটার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো। অস্কারের অফিশিয়াল সাইট ও গার্ডিয়ান থেকে তৈরি করা হয়েছে তালিকাটি।

সেরা ছবি

মুনলাইট

সেরা অভিনেতা

ক্যাসি অ্যাফলেক, ম্যানচেস্টার বাই দ্য সি

সেরা অভিনেত্রী

এমা স্টোন,  লা লা ল্যান্ড

সেরা পার্শ্ব অভিনেতা

মাহেরশালা আলি, মুনলাইট

সেরা পার্শ্ব অভিনেত্রী

ভিয়োলা ডেভিস, ফেন্সেস

অ্যানিমেটেড ফিচার ফিল্ম

জুটোপিয়া

সিনেমাট্রিগ্রাফি

লা লা ল্যান্ড

পোশাকসজ্জা

ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ের টু ফাইন্ড দেম

পরিচালনা

ড্যামিয়েন শ্যাজেল, লা লা ল্যান্ড

তথ্যচিত্র (ফিচার)

ও. জে. : মেইড ইন আমেরিকা

তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট)

দ্য হোয়াইট হেলমেট

ফিল্ম এডিটিং

হ্যাকসো রিজ

বিদেশি ভাষার চলচ্চিত্র

দ্য সেলসম্যান

মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং

সুইসাইড স্কোয়াড

মিউজিক (অরিজিনাল স্কোর)

লা লা ল্যান্ড

মিউজিক (অরিজিনাল সং)

সিটি অব স্টার্স, লা লা ল্যান্ড

প্রোডাকশন ডিজাইন

লা লা ল্যান্ড

শর্ট ফিল্ম (অ্যানিমেটেড)

পাইপার

শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন)

সিং

সাউন্ড এডিটিং

অ্যারাইভাল

সাউন্ড মিক্সিং

হ্যাকসো রিজ

ভিজুয়াল ইফেক্টস

দ্য জঙ্গল বুক

লেখা (গৃহীত চিত্রনাট্য)

মুনলাইট

লেখা ( মৌলিক চিত্রনাট্য)

ম্যানচেস্টার বাই দ্য সি