আবারও জেগে উঠবে চলচ্চিত্র : রোজিনা

Looks like you've blocked notifications!

‘একসময় শুটিং করেই সময় কাটত। আর এখন বছরে অন্তত একবার চেষ্টা করি দেশে এসে শুটিং করতে। গত বছর একটা টেলিফিল্ম করেছিলাম। এই বছর আমার অভিনীত চলচ্চিত্র থেকে জনপ্রিয় ছয়টি গান নিয়ে নির্মাণ করছি মিউজিক ভিডিও। এত বছর পরও যখন মানুষ এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়, কথা বলে, মনে হয় আগের দিনে ফিরে গেছি। নতুনদের সাথে কাজ করতে এসে নিজের বয়সটা ভুলে যাই।’ বলছিলেন ঢাকাই সিনেমার স্বর্ণযুগের চিত্রনায়িকা রোজিনা।

আশি ও নব্বইয়ের দশকে ছবির পরিবেশ সম্পর্কে রোজিনা বলেন, ‘আমরা তখন কাজকে প্রার্থনা মনে করতাম। আমরা এফডিসিতে প্রার্থনা করতে যেতাম। একটা ভালো কাজ শেষ করে যখন মানুষের কাছ থেকে উৎসাহ পেতাম, তখন মনে হতো প্রার্থনা কাজে লেগেছে। সৃষ্টিকর্তা খুশি হয়েছেন। আর আউটডোর শুটিংটা আমাদের কাছে ছিল পিকনিকের মতো। ধরেন আমরা ১৫ দিনের জন্য কোথাও শুটিং করতে গেছি। সাতদিন পর কেউ চলে আসবে, আমাদের মন খারাপ হয়ে যেত। সবাইকে বলে সেই লোকটাকেও রেখে দিতাম। টাকার প্রয়োজন আমাদেরও ছিল, কিন্তু শুধু টাকার জন্য আমরা কখনো কাজ করিনি। সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরার জন্যই আমরা ছবি করতাম। একটা গল্প নিয়ে কথা হলে, আমরাই সিলেক্ট করতাম এই ছবিতে কার অভিনয় করা দরকার, কে ভালো করবে।’

এখন বাংলাদেশের ছবি দেখেন কি না, এমন প্রশ্নের জবাবে রোজিনা বলেন, ‘এখন আর ছবি দেখা হয় না। তবে শুনেছি এখনকার ছবি আগের মতো দর্শক দেখে না। গল্পও নাকি বিভিন্ন দেশের ছবির গল্প থেকে চুরি করে বানানো। আবার ইদানীং নাকি নতুন কিছু ছেলে ভালো কাজ করছে। আমার বিশ্বাস আবারও জেগে উঠবে চলচ্চিত্র।  লন্ডনে নিজের কাজে অনেক ব্যস্ত সময় কাটাই। যেহেতু আমার সন্তান নেই, তাই বছরের একটা সময় দেশের মাটিতে ভাই ও বোনের বাচ্চাদের সাথে কাটিয়ে যাই। দেশে এলেই পুরোনো দিনের কথা মনে হয়। তাই একটি করে অনুষ্ঠান নির্মাণ করি। কাজটি করে নিজের বয়সটা কমিয়ে নিয়ে যাই, আবার নতুন করে কাজ শুরু করি।’

ভালো ছবি নির্মাণে কী করা উচিত? রোজিনা বলেন, ‘আমার মনে হয় কিছু বাজে ছবির জন্য এখন ভালো ছবিও দর্শক দেখছে না। তবে এই দায়ভার আমাদেরকেই নিতে হবে। আমাদের সময় যখন দর্শক দেখত, সেটার সব কৃতিত্ব আমাদের ওপর পড়ত। ব্যর্থতায়ও দায়ভারও আমরা নিতাম। আমার বিশ্বাস, বাংলাদেশের গল্প নিয়ে যদি সবাই ছবি বানায়, তা হলে এ দেশের ছবির অবস্থার উন্নতি হবে।’   

জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা অভিনীত সিনেমার বিভিন্ন গান এখনো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে আছে। বর্তমানে তিনি সেসব ছবি থেকে জনপ্রিয় গানের রিমেক করছেন। আর এই অনুষ্ঠানটি দেখানো হবে চ্যানেল আইয়ের ‘আমার স্মৃতি’ শিরোনামের অনুষ্ঠানে। এতে রোজিনার সঙ্গে অংশ নিয়েছেন এ প্রজন্মের তিনজন জনপ্রিয় চিত্রনায়ক। এরা হলেন ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান।

শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনকে রোজিনা আরো জানান, ‘প্রত্যেক চিত্রনায়কের সঙ্গে দুটি করে গানে অংশ নিচ্ছেন তিনি। অনুষ্ঠানটি এবারের রোজার ঈদে চ্যানেল আইতে দেখানো হবে।’

অনুষ্ঠান প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রায় দুই যুগ আগে ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত অগ্নিপথ সিনেমায় রোজিনা আপার সঙ্গে কাজ করেছিলাম। এতদিন পরে আবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। খুব ভালো লেগেছে।’

অমিত হাসান বলেন, ‘রোজিনা ম্যাডামের সঙ্গে দুটি গানের কাজ করলাম। গানগুলোর কাজ ভালো হয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে।’

জায়েদ খান বলেন, ‘রোজিনা ম্যাডাম অনেক ভালো একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করে অনেক আনন্দ পাচ্ছি। আমি খুব গর্ববোধ করছি তাঁর সঙ্গে কাজ করতে পেরে।’

গত ৯ জুন থেকে ১৪ জুন রোববার উত্তরার দিয়া বাড়িতে অনুষ্ঠানটির দুটি গানের শুটিং শেষ হয়। শেষ দিনের শুটিংয়ে রোজিনার সঙ্গে অংশ নেন জায়েদ খান।