মমকে পরিচালক ডাকলেন ‘মৌ’!

Looks like you've blocked notifications!
প্রথমবার একসঙ্গে নাটক করলেন নোবেল-মম। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

রাজধানীর পান্থপথ এলাকা, চলছে নাটকের শুটিং। পরিচালক কৌশিক শংকর দাশ অভিনয়শিল্পীদের শট বুঝিয়ে দিচ্ছেন। হঠাৎ তিনি বলে উঠলেন, ‘মৌ, এখন আমরা শটে যাব।’ কিন্তু দেখা গেল, যাকে ডাকা হচ্ছে, তিনি নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ নন, তিনি অভিনেত্রী মম।

মমকে মৌ ডাকার কারণ জানতে চাইলে পরিচালক কৌশিক শংকর দাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি মৌ-নোবেল জুটিকে নিয়ে অনেক নাটক নির্মাণ করেছি। প্রথমবারের মতো নোবেল ও মম এই নাটকের মাধ্যমে জুটি বেঁধেছেন। নোবেল ও মৌকে নিয়ে কাজ করতে করতে এমন হয়েছে যে মমকে ডাকতে গিয়ে ভুল করে মৌ ডেকেছি।’

নোবেল ও মমর এই নাটকের নাম ‘প্রতিশোধ’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন রিয়াজুল আলম শাওন। প্রযোজনা করেছেন যৌথভাবে সাব্বির চৌধুরী ও রাসেল আলম।

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘গল্পটা থ্রিলার, রোমান্টিক নয়। অনেক দিন পর সুন্দর একটা গল্পের নাটক পরিচালনা করলাম। এখানে দেখা যাবে, মমর অফিসের বস থাকেন নোবেল। বস হিসেবে নোবেল অনেক কঠিন মনের অধিকারী। নাটকের শেষে দর্শকের জন্য বেশ চমক থাকবে। এখনই আর কিছু বলতে চাই না। নোবেল ও মম দুজনই অনেক মেধাবী শিল্পী। তাঁদের অভিনয় বরাবর আমার কাছে অসাধারণ লাগে।’

নোবেল বলেন, ‘মমর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। অনেক মেধাবী অভিনেত্রী মম।’

অন্যদিকে মম বলেন, ‘আমি মৌ আপু ও নোবেল ভাইয়া দুজনেরই অনেক ভক্ত। আমাদের দেশের লিজেন্ড মডেল তাঁরা দুজন। কখনো নোবেল ভাইয়ার সঙ্গে কাজ করা হয়নি। এবার একসঙ্গে প্রথম কাজ করে অনেক বেশি ভালো লাগল। ধন্যবাদ কৌশিক দাদাকে, এই নাটকে তিনি আমাকে নিয়েছেন। ’

নাটকটিতে নোবেল ও মম ছাড়াও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, বাশার বাপ্পি, শুভ, রোহান, অয়ন্না প্রমুখ।