এবার হিন্দি ছবি প্রযোজনায় প্রিয়াঙ্কা

Looks like you've blocked notifications!

প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজক হিসেবে আগেই আত্মপ্রকাশ করেছেন—ভোজপুরি, বাংলা, মারাঠি ও সিকিমের ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়ে। তবে এবার হিন্দি ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তিনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রথম হিন্দি ছবি প্রযোজনার, যদিও সেটি এককভাবে নির্মাণ হচ্ছে না। প্রিয়াঙ্কা তাঁর ‘মেরি কম’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভিয়াকম ১৮’-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন। 

হিন্দি ছবি প্রযোজনা সম্পর্কে প্রিয়াঙ্কা মুম্বাই মিররকে জানিয়েছেন, ‘আমি আবেগপ্রবণ নই, অর্থই আমার শেষ লক্ষ্য নয়। যদি এটা হয়, তবে আমি আঞ্চলিক চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছি না, যার পরিধি সীমিত। হিন্দি ফিল্ম প্রযোজক হিসেবে অর্থ উপার্জন করা অনেক সহজ। কিন্তু আমরা এখনো একটি ছোট কোম্পানি এবং প্রযোজক হিসেবে নতুন। আমাদের এখনো অনেক শেখার আছে।’ 

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এখন দেখার বিষয়, অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রযোজক হিসেবে কতটা সফল হন।