হৃতিকের অনুসারী এক কোটি!

বলিউডি তারকাদের টুইটার-প্রীতি ইদানীং দারুণ। ফেসবুকের চেয়ে টুইটারের প্ল্যাটফর্মে আরও সহজে এবং সক্রিয়ভাবে সবার সাথে যোগাযোগ করেন বলিউড তারকারা। টুইটারের এই পপুলার প্ল্যাটফর্মে জনপ্রিয়তার দৌড়ে বেশ এগিয়ে গেলেন হৃতিক রোশন। এনডিটিভির খবরে জানা গেল, টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি পেরিয়েছে ক’দিন আগে।
গতকাল বিকেলের দিকে এ নিয়ে টুইট করেছেন হৃতিক রোশন। ‘আরে, আমার তো দেখি ১০ মিলিয়ন পেরিয়ে গেল! মাত্র লক্ষ্য করলাম। কি দারুণ! ধন্যবাদ বন্ধুরা, তোমরাই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
হৃতিক রোশন বহুদিন ধরেই বেছে বেছে কাজ করেন। যখন যে ছবি নিয়ে লাগেন, তার জন্য একেবারে আলাদা করে গড়ে তোলেন নিজেকে। এখন কাজ করছেন আশুতোষ গোয়ারিকরের ছবি ‘মোহেঞ্জো দারো’র জন্য। এ ছবিতে রীতিমতো বাঘের সাথে লড়াইয়ের দৃশ্য আছে নাকি তাঁর! সে জন্য নিচ্ছেন আলাদা তালিম। হৃতিকের বিপরীতে রয়েছেন পূজা হেজ। এ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর।
টুইটারে ভক্ত সংখ্যা এক কোটি পেরোলেও বলিউডের টুইটার সেলিব্রিটিদের মধ্যে খুব বেশি সামনের নন তিনি। সবার সামনে অমিতাভ বচ্চন, দেড় কোটিরও বেশি ভক্ত তাঁর। শাহরুখ খানের এক কোটি ৪০ লাখ, আমির খানের এক কোটি ৩৩ লাখ, সালমান খানের এক কোটি ২৫ লাখের মতো অনুসারী রয়েছে টুইটারে।