নির্ঝর চৌধুরীর 'চন্দ্রকুহক মায়া'

Looks like you've blocked notifications!
'চন্দ্রকুহক মায়া' অ্যালবামটি নির্ঝর চৌধুরীর প্রথম একক। ছবি : সংগৃহীত

সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরী নিয়ে এসেছেন তাঁর প্রথম একক অ্যালবাম 'চন্দ্রকুহক মায়া'। মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। 

গানের শিরোনামগুলো হলো, চন্দ্রকুহক মায়া, মনপাখি, ও চাঁদ, ছেলেটি, চাঁদ যেন নেমে এলো, তোমার দুঃখগুলো, সাদা কালো, জানি সে আসবে না, সে যেন আমার। 

অ্যালবামটিতে নির্ঝরের সহশিল্পী হিসেবে কাজ করেছেন কণা, দুনিয়া ও নন্দিতা ধারা। ব্যাকভোকাল দিয়েছেন নাদিয়া ডোরা ও শান। 

অ্যালবামের গানগুলো লিখেছেন, সাব্বির মো. তালুকদার, হাসনাত মহসিন, শান, তানিয়া সুলতানা, ইবনে সুমন ও নির্ঝর চৌধুরী। গানগুলোতে সুর বসিয়েছেন নির্ঝর চৌধুরী ও শান। 

সঙ্গীতায়োজন করেছেন রোকন ইমন, নির্ঝর চৌধুরী, শান ও তানভীর রাসেল। প্রায় চার বছর ধরে একটু একটু করে অ্যালবামটির কাজ শেষ করা হয়েছে। গানগুলো মূলত সেমি ক্লাসিক্যাল ও মেলোডি নির্ভর। অ্যালবামটি মুক্তি পেয়েছে জি সিরিজের ব্যানারে। 

অ্যালবামটি সম্পর্কে নির্ঝর চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, 'অডিও ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার অনেক দিন পর আমার মৌলিক গানের একক বের হলো। এর কিছু গান আমার একদম প্রাণের কাছাকাছি। শ্রোতারা পছন্দ করলেই আমার কষ্ট স্বার্থক হবে।'