এত ছোট বিষয়ে আত্মহত্যা অসম্ভব, বললেন এভ্রিল

Looks like you've blocked notifications!

বৈবাহিক অবস্থা গোপন করার অভিযোগে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট হারানো নিয়ে সর্বত্র যখন জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখন বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব উঠেছে তিনি আত্মহত্যা করেছেন। সত্যিই কি এভ্রিল আত্মহত্যা করেছেন? এই প্রশ্নের সত্যতা যাচাই করতে এনটিভি অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এভ্রিলের সঙ্গে। ফোন ধরে তিনি বলেন,‌‌‌ ‘আমি যদি আত্মহত্যা করি তাহলে আপনার সাথে কে কথা বলছে? আসলে এসব গুজব, মিথ্যা। আমি এখনো বেঁচে আছি। সুন্দরভাবে বেঁচে থাকতে চাই।’

কারা এবং কেন এমন গুজব ছড়িয়েছে বলে মনে হয় আপনার? এমন প্রশ্নের জবাবে তিনি কিছু অনলাইন নিউজ পোর্টালকে দায়ী করেন। এভ্রিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছু নামসর্বস্ব নিউজ পোর্টাল আছে, যাদের কোনো কাজ নেই। সাইটের হিট বাড়ানোর জন্য এরকম মিথ্যা সংবাদ প্রচার করছে।’ 

এভ্রিল আরো বলেন, ‘আমি স্ট্রং মেয়ে। সহজে হেরে যাব না। এসব ছোট বিষয়ে আত্মহত্যা করব এটা তো অসম্ভব। সামনে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই।’

নতুন মিস ওয়ার্ল্ড জেসিয়া সম্পর্কে জানতে চাইলে এভ্রিল বলেন, ‘বিচারকরা যেহেতু জেসিয়াকে নির্বাচন করেছেন সেহেতু তাঁর যোগ্যতা দেখেই নির্বাচন করেছেন। আর এ বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না।’ 

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে একটি অধ্যায়ের শেষ হলো। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি কী ভাবছেন। জবাবে এভ্রিল বলেন, ‘আমি বাল্যবিবাহ নিয়ে কাজ করতে চাই।

আপাতত ফান্ড খোলার চেষ্টা করছি। এই ফান্ড থেকে বাল্যবিবাহের শিকার মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা হবে। মিডিয়াতে কাজ করে আমি যে পারিশ্রমিক পাব সেটা দিয়ে ফান্ড করব।’ 

এর আগে একটি অনলাইন সংবাদমাধ্যম এভ্রিলের আত্মহত্যার খবর প্রকাশ করে। তার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র খবরটি ছড়িয়ে যায়। ওই সংবাদে আরো বলা হয়, রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এভ্রিল।