ভারতীয় মুসলমানরাও দেশপ্রেমিক : সাইফ আলী খান
সাইফ আলী খানের নতুন ছবি ‘ফ্যান্টম’ মুক্তি পাবে কিছুদিন পরই। এ ছবির প্রচারণায় এখন ব্যস্ত নবাববাড়ির ছেলে। ছবিতে নিজের চরিত্রের কথা বলতে গিয়ে জানালেন, ভারতীয় মুসলমানরাও দেশপ্রেমিক। এ ছবি দিয়ে সেই বিষয়টিই দেখাতে চান তিনি। এনডিটিভির খবরে জানা গেল, এক পদচ্যুত মুসলিম আর্মি অফিসারের চরিত্রে ‘ফ্যান্টম’ ছবিতে দেখা যাবে সাইফকে।
‘এটা নিয়ে আমরা তেমন বাড়াবাড়ি করছি না যে এই ছবির প্রধান চরিত্রটি একজন ভারতীয় মুসলিমের। কিন্তু আমার কথা বলব এভাবে, বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টার আলাদা গুরুত্ব আছে। কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা আর আমি- আমরা সবাই ভারতীয় মুসলিম। কাজেই আমরা এ বিষয়টা অবশ্যই দেখাতে চাই যে ভারতীয় মুসলমানরাও দেশপ্রেমিক’-একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় এভাবেই বলেন সাইফ আলী খান।
এই ছবিতে সাইফ অভিনয় করেছেন দানিয়াল খান নামের একজন আর্মি ক্যাপ্টেন হিসেবে। নিজের চরিত্রের ব্যাপারে সাইফ বলেন, ‘ভীরু আচরণের জন্য আর্মি থেকে বরখাস্ত হয় দানিয়াল। কাশ্মীরে পরিবারের সঙ্গে থাকলেও সবার থেকেই একরকম বিচ্ছিন্ন হয়ে থাকে সে। বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর (RAW) মনে করে যে এইসব হামলা থেকে রক্ষা পেতে এমন একজন মানুষকে দরকার যে প্রায় পাগলাটে, যে কিনা পাল্টা আঘাত করে এই পরিস্থিতির সামাল দেবে।
তখনই আমার চরিত্রের, অর্থাৎ দানিয়ালের ওপর নতুন দায়িত্ব বর্তায়। দানিয়াল এই চ্যালেঞ্জ গ্রহণ করে কারণ সে নিজের মর্যাদা আবারও প্রতিষ্ঠা করতে চায়, বাবার কাছে নিজের মূল্যায়ন প্রতিষ্ঠিত করতে চায়। দানিয়ালের মিশন নিয়েই এই ছবির কাহিনী।’
‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটির প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন কবীর খান। চলতি মাসের ২৮ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।