‘পরী’তে অভিষেক হচ্ছে সত্যি ও রানার

Looks like you've blocked notifications!

গতকাল ২১ আগস্ট গোপালগঞ্জে শেষ হয়েছে ‘পরী’ ছবির শুটিং। এই ছবির নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে নবাগত নায়িকা সত্যি আহম্মেদের। ‘পরী’ ছবিটি পরিচালনা করছেন জি এম সি সোহান। ছবির নায়ক হিসেবেও থাকছেন একজন নবাগত, নাম রানা চৌধুরী। ছবিটি প্রযোজনা করছেন এস এম সাব্বির।

নাবগত নায়িকা সত্যি এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির গল্প শুনেই আমার খুব পছন্দ হয়ে যায়। তাই রাজিও হয়ে যাই আমি। ছবির গল্পে দেখা যাবে যে, আমি একজন জমিদারের মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমার বাসার কাজের ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক হলে সেটা আমার পরিবার মেনে নেয় না। একসময় আমার প্রেমিকের বাবাকে আমার বাবা মেরে ফেলে। এভাবেই এগিয়ে যায় গল্প। এটা আসলে গরিব-ধনীর প্রেমের কাহিনী। টানা শুটিং করে আমার অংশটা শেষ করেছি। শুধু একটি গানের শুটিং বাকি আছে- এটিও খুব তাড়াতাড়ি শুটিং করা হবে।  ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে ছিল। এই ছবির মাধ্যমে পথ চলা শুরু করলাম।’

কোথায় বড় হয়েছেন, কাজের সাথে কীভাবে যুক্ত হলেন ‘সত্যি’? প্রশ্ন শুনে ‘সত্যি’ বলেন, ‘নেত্রকোনা জেলায় আমার জন্ম, ছোটবেলা থেকে নাচ করতাম, বিভিন্ন সময় মঞ্চনাটকে কাজ করেছি। এর মধ্যে কিছু টিভি নাটকে কাজ করা কথা হলেও সেদিকে আর পা বাড়াইনি চলচ্চিত্রে কাজ করার নেশায়। অভিনয়টা আমার নেশার মতো। কিন্তু চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করতে চাই।’