চলছে অস্কার

Looks like you've blocked notifications!
জীবনের প্রথম অস্কার! হুইপ্ল্যাশ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতলেন জে. কে সিমন্স। ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড। সেখানকার ডলবি থিয়েটারে বসেছে তারার মেলা। একাডেমি অ্যাওয়ার্ডের ৮৭তম জাঁকজমকপূর্ণ আয়োজন। এবার মোট ২৪টি বিভাগে দেওয়া হবে অস্কার।

এবারের অস্কার উপস্থাপনা করছেন নেইল প্যাট্রিক হ্যারিস। শুরু হয়ে গেছে পুরস্কার ঘোষণা। গত বছর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে সেরা ছবিগুলোকে দেওয়া হচ্ছে স্বীকৃতি।

এবার প্রথমবারের মতো অস্কার জিতেছেন ‘হুইপ্ল্যাশ’ ছবির অভিনেতা জে কে সিমন্স। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। পরপর দুই বছর সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার জিতেছেন এমানুয়েল লুবেজকি। এ বছর বার্ডম্যানের জন্য, গত বছর ছিল গ্র্যাভিটির জন্য।

সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে নির্মিত ‘সিটিজেন-ফোর’ পেয়েছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার। তবে সংগত কারণেই অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।

অস্কারে সেরা

সেরা পার্শ্ব অভিনেতা : জে কে সিমন্স, হুইপ্ল্যাশ

সেরা পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিশিয়া অরকেট, বয়হুড

সেরা প্রামাণ্যচিত্র : সিটিজেন-ফোর

সেরা অ্যানিমেটেড ছবি : বিগ হিরো সিক্স

সেরা সম্পাদনা : টম ক্রস, হুইপ্ল্যাশ

সেরা বিদেশি ছবি : ইডা, পোল্যান্ড

সেরা চিত্রগ্রহণ : এমানুয়েল লুবেজকি, বার্ডম্যান

সেরা পোশাক নকশা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা মেকআপ এবং সেরা হেয়ারস্টাইলিং : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি : দ্য ফোনকল

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : ক্রাইসিস হটলাইন : ভেটেরান্স প্রেস ওয়ান

সেরা শব্দ মিশ্রণ : হুইপ্ল্যাশ

সেরা শব্দ সম্পাদনা : আমেরিকান স্নাইপার

সেরা ভিজ্যুয়াল এফেক্ট : ইন্টারস্টেলার

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : ফিস্ট

সেরা প্রোডাকশন ডিজাইন : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

বিস্তারিত আসছে...