মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে জুটি বাঁধছেন ফেরদৌস-মৌসুমী
দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন নায়ক ফেরদৌস। ছবির নাম হবে পোস্টমাস্টার-৭১। ছবিটি প্রযোজনার পাশাপাশি নায়কের চরিত্রেও অভিনয় করছেন ফেরদৌস। নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন মৌসুমী। আজ দুপুরের পর ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এটি নুজহাত ফিল্মসের দ্বিতীয় ছবি এবং শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকেই।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে নায়ক ফেরদৌস বলেন, ‘অভিনয় আমার কাছে নেশার মতো। কিছু কাজ আছে যেগুলো হওয়া দরকার বলে আমার মনে হয়। কিন্তু সাধারণ প্রযোজকরা সেই ছবিগুলো নির্মাণ করবেন না। কারণ সেই ছবিগুলো হয় তো পুরোপুরি বাণিজ্যিক না। তবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত থেকে আমি কিছু ছবি করব। আমার তো ইচ্ছা আছে আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবছরই নতুন ছবি বানাব।’
শিল্পী নির্বাচন নিয়ে ফেরদৌস বলেন, ‘পোস্টমাস্টার-৭১ ছবিতে আমার সাথে অভিনয় করার কথা রয়েছে নায়িকা মৌসুমী, তার সাথে কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছি। তা ছাড়া আমার ছবিতে তো মৌসুমীই থাকবেন। আমরা অনেক ভালো বন্ধু, আমাদের রসায়নটা অনেক ভালো। তবে আগামীকালের শুটিংয়ে মৌসুমী থাকবেন না, কারণ তাঁর দৃশ্যধারণ কয়েকদিন পর শুরু হবে। এ ছাড়া এই ছবিতে আরো কাজ করছেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা, অভি ও একটি নাট্যগোষ্ঠীর একদল ছেলেমেয়ে।’
‘পোস্টমাস্টার ৭১’ ছবিটির শুটিং শুরু হবে ঈশ্বরদীতে। শুটিং চলবে টানা ১৫ দিন। এরপর বিরতি দিয়ে ময়মনসিংহে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।
ছবির গল্প নিয়ে ফেরদৌস বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হলেও এতে কিন্তু আমরা সরাসরি যুদ্ধ দেখাচ্ছি না। তা করতে গেলে অনেক টাকা দরকার। সেই বাজেটে ছবি বানানো আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। তবে পুরো ছবিতে নানাভাবে মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনা ঘুরেফিরে আসবে। মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের একটি প্রেমকাহিনী উঠে আসবে ছবিতে।’
এ ছবির সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। আগামী বছরের ২৬ মার্চ মুক্তি দেওয়ার সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছেন প্রযোজক ফেরদৌস। ছবিটি পরিচালনা করছেন নবাগত আবির খান ও রাশেদ শামীম।