ঈদের তৃতীয় দিনে এনটিভির আয়োজন

Looks like you've blocked notifications!
ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে গাইবেন হৈমন্তী শুক্লা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

ঈদুল ফিতর  উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। চলুন জেনে নিই, আগামীকাল ঈদের তৃতীয় দিন  কী কী অনুষ্ঠান থাকবে এনটিভির পর্দায়। 

বাংলা ছায়াছবি ‘আমার বুকের মধ্যখানে’

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘আমার বুকের মধ্যখানে’। পরিচালনা করেছেন  শাফি ইকবাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব, অপু, রেসি, আহমদ শরীফ, সূচরিতা প্রমুখ।

টেলিফিল্ম ‘মিস শিউলি’

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম মিস শিউলি। এটি রচনা ও পরিচালনা করেছেন  আশফাক নিপুন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, অপি করিম, সাফা কবির, ইয়াশ রোহান, সুমন পাটোয়ারী, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।

হৈমন্তী শুক্লার একক সঙ্গীতানুষ্ঠান

বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে  ভারতীয় সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার একক সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আকাশ’-এর পর্ব এক।  উপস্থাপনা করেছেন  নাহিদ আফরোজ সুমি। প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান।

ধারাবাহিক নাটক ‘রং চা’

৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘রং চা’ এর তৃতীয় পর্ব। এজাজ মুন্নার রচনায় নাটকটি পরিচালনা করেছেন  অসীম গোমেজ।  এতে অভিনয় করেছেন  সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা,  শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’

৬টা ৪৫ মিনিটে  প্রচারিত হবে ‘সৌদি গোলাপ’-এর তৃতীয় পর্ব। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন  সাগর জাহান। এতে অভিনয় করেছেন  জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশি প্রমুখ।

বিশেষ নাটক  ‘সুইটজারল্যাণ্ড’

৮টা ৫ মিনিটে  প্রচারিত হবে বিশেষ নাটক ‘সুইটজারল্যাণ্ড’ । লিখেছেন মাসুম শাহরিয়ার।পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন  রিয়াজ, অপি করিম, মিলি বাশার, আজম খান, মাহা, মোশারফ হোসেন প্রমুখ।

সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘হানিমুন’ 

রাত ৯টায় প্রচারিত হবে সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘হানিমুন’। উপস্থাপনা করেছেন ইভান সাইর। প্রযোজনা করেছেন জোনায়দে বিন জিয়া। এতে অংশগ্রহণ করেছেন  শবনম ফারিয়া, নাবিলা ও তাঁদের স্বামী।

ধারাবাহিক নাটক ‘মতলব’

রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মতলব’-এর তৃতীয় পর্ব। রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন  চরিত্রে  অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।

‘পারফেক্ট হাজবেন্ড’

রাত ১১টা ১০ মিনিটে  প্রচারিত হবে নাটক ‘পারফেক্ট হাজবেন্ড’। এটি লিখেছেন  মারুফ রেহমান। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে অভিনয় করেছেন  আফরান নিশো, মেহজাবিন, সাবেরী আলম, দিলারা জামান প্রমুখ।