আহমদ ছফার উপন্যাসে জয়ার অভিনয়

Looks like you've blocked notifications!

একের পর এক ভালো কাজ উপহার দিয়েই চলেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন খবর হলো, আহমদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাসের তায়েবা চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে, উপন্যাসের দানিয়েল চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।

আত্মজীবনী ধাঁচের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি থেকে চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুর রহমান। ৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন তিনি। গত ২২ জুন থেকে ছবির শুটিং শুরু হয়েছে। এরমধ্যে শেষ হয়েছে ছবির অনেকখানি কাজ।

এ বিষয়ে নির্মাতা হাবিবুবুর রহমান বলেন, ‘এক লটে জয়া আহসানের পুরো শুটিংয়ের কাজ আমরা আগেই শেষ করেছি। ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে থ্রিডি ক্যামেরায় এর শুটিং আমরা করেছি। ’

সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রটি আগামী ডিসেম্বরে মুক্তি দিতে চান বলে জানান হাবিবুর রহমান।

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু,  শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী প্রমুখ।
জয়া আহসান অভিনীত আরো বেশকিছু ছবি মুক্তির অপেক্ষা রয়েছে। সর্বশেষ তাঁর মুক্তি পেয়েছে টলিউডের ছবি ‘কণ্ঠ’।  বাকি সব ছবির মতো ‘কণ্ঠ’ও রয়েছে ব্যাপক আলোচনায়।