ভালোবাসা দিবসে বিয়ে করছেন মিমো

অভিনেত্রী লামিয়া মিমোর বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রের নাম সৈয়দ শাহরিয়ার মারুফ জন। একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি। গেল ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে মিমোর বাগদান সম্পন্ন হয়। নিজের সুখবর এনটিভি অনলাইনকে জানান সুপার হিরোইন খ্যাত তারকা মিমো।
বাগদান সম্পন্ন হয়েছে তাই বিয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন মিমো। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।
মিমোর সঙ্গে তাঁর হবু বরের পরিচয় অনেক দিন থেকেই। তাঁরা পরস্পর ভালো বন্ধু ছিলেন। একপর্যায়ে তাঁরা দুজনই বুঝতে পারেন তাঁদের ভালোলাগার বিষয়গুলো খুব কাছাকাছি। তাই বন্ধুত্বের সম্পর্ক থেকে এগিয়ে দুজন আজীবন একসাথে থাকার সিদ্ধান্ত নেন। পরিবারও তাঁদের পছন্দ মেনে নিয়েছে। তাই বেশ আনন্দেই আছেন মিমো।
এনটিভি অনলাইনকে মিমো বলেন, ‘জন এখনো আমার অনেক ভালো বন্ধু। ও আমাকে দারুণ বোঝে। আমিও ওকে বুঝি। জন কিন্তু ভালো গান গাইতে পারে। আমি প্রায়ই ওর গান শুনি। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।’