বছরের শেষ দিনগুলো বাবা-মায়ের সঙ্গে কাটাবেন দীপিকা
হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই নতুন বছর ২০১৬। এখন থেকেই শুরু হয়ে গেছে ২০১৫ সালকে বিদায় দেওয়ার প্রস্তুতি। নিজের ইচ্ছেমতো সময় কাটানোর পরিকল্পনায় পিছিয়ে নেই সদাব্যস্ত বলিউড তারকারাও।
তবে বছর শেষের ছুটিতে আপাতত কোথাও যেতে চান না দীপিকা পাড়ুকোন। বছরের শেষ কটা দিন বাবা-মায়ের কাছে গিয়ে থাকতে চান তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এভাবেই বছর শেষে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি।
বললেন, ‘স্রেফ বছর শেষের কটা দিন ঘরে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাব। সেই সঙ্গে ঘুমাব আর হলিডে এনজয় করব। আসলে এক বছরে তিনটে ছবি করার পর খুব হেকটিক লাগছে। এবার ফ্যামিলির সঙ্গে আনন্দ করে সময় কাটাব।’
তবে দীপিকা পাড়ুকোন বলিউড ছেড়ে নাকি আগামী দিনে হলিউডে উড়ান দিচ্ছেন? রীতিমতো অবাক হয়ে জানালেন, তিনি হলিউড পাড়ি জমাচ্ছেন বলে যে খবর রটেছে আসলে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
দীপিকা বললেন, ‘আমি সিরিয়াসলি কোনো হলিউড ফিল্ম করছি না। এখনো পর্যন্ত এ রকম কোনো খবর তো আমার জানা নেই। সাংবাদিকদের কেউ কিংবা পরিচিতদের মধ্যে কেউ হয়তো এই খবরটা রটিয়ে দিয়েছে।’
দশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন। নানা চরিত্রে অভিনয়ও করেছেন। নিজের ব্যক্তি চরিত্রের সঙ্গে ছবির চরিত্রকে আদান-প্রদানের মাধ্যমে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করে তুলেছেন দীপিকা।
জানালেন, ‘আজ পর্যন্ত যত রকম চরিত্রে আমি অভিনয় করেছি, তার মধ্যে বেশ কিছু চরিত্রে এই ধরনের আদানপ্রদান ঘটেছে। আসলে ছবির চরিত্র থেকে যেমন অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, তেমনি নিজের ব্যক্তিজীবনের অনেক অভিজ্ঞতাও ছবির চরিত্রে ঢুকে যায়।’
কোনোরকম ঢাকঢাক গুড়গুড় না করে জানিয়ে দিলেন, ‘আগে হাতে থাকা স্ক্রিপ্টের লাইন বলেই অভিনয় করতাম। এখন চরিত্রের ভেতরের মানুষটিকে নিয়ে ভাবতে শিখেছি। ছবির চরিত্র অনুযায়ী তার ব্যক্তিত্ব এবং বাচনভঙ্গির বিষয়টিও বুঝতে শিখেছি।’
বললেন, “এই প্রসেসটা ধীরে ধীরে আমার মধ্যে তৈরি হয়ে গেছে। এই যেমন ‘বাজিরাও মাস্তানি’ ছবির মাস্তানির কথাই ধরুন। দুই বছর ধরে বয়ে বেড়িয়েছি চরিত্রটাকে। আমি দীপিকা পাড়ুকোন, মানুষ হিসেবে সেই খোলস থেকে বেরিয়ে এসে এই ছবিতে শুধু মাস্তানিতেই যেন শ্বাস-প্রশ্বাস ছেড়েছি।”
নতুন বছরে বেছে বেছে ছবি করতে চান দীপিকা। জানিয়ে দিলেন, ‘নতুন বছরের জন্য যতগুলো চিত্রনাট্য শুনেছি, সবগুলোই মনে হয়েছে, এই ধরনের চরিত্র আমি অলরেডি করে ফেলেছি। রিপিটেশন লাগছে। এখন ছবির ক্ষেত্রে একটু বাছাই করলেই বোধহয় ভালো হবে।’