চ্যাম্পিয়ন ‘কুইন’, রানারআপ ‘হায়দার’
অনুমানের পালা ফুরিয়েছিল আগেই। ফিল্মফেয়ারের টক্করে যে এবার ‘রানি’ আর ‘রাজপুত্র’ই সামনের দিকে লড়বেন, তা মনোনয়ন থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে রাজপুত্রের নয়, জয়মাল্য এলো রানির গলায়। ৬০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘কুইন’, মোট ছয় বিভাগে পেয়েছে সেরার খেতাব। নিজ নিজ বিভাগে সেরা হলেন পরিচালক বিকাশ ভ্যাল আর অভিনেত্রী কঙ্গনা রনৌত। অন্যদিকে, ‘হায়দার’-এর পুরস্কার পাঁচটি, ‘রাজপুত্র’ শহিদ পেয়েছেন সেরা অভিনেতার স্বীকৃতি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পুরো তালিকা পাওয়া গেছে এনডিটিভির খবরে।
রোমান্টিক কমেডি ‘টু স্টেটস’ আর বলিউডের স্মরণকালের ব্যবসাসফল ছবি ‘পিকে’ও পুরস্কার পেয়েছে বিভিন্ন বিভাগে। ওদিকে, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ আর প্রিয়াংকা চোপড়ার ‘ম্যারি কম’ কোনো বিভাগেই পুরস্কার পায়নি। বিস্তারিত দেখতে নজর দিন পূর্ণাঙ্গ তালিকায় :
সেরা ছবি : কুইন
সেরা পরিচালক : বিকাশ ভ্যাল (কুইন)
সেরা অভিনেতা : শহিদ কাপুর (হায়দার)
সেরা অভিনেত্রী : কঙ্গনা রনৌত (কুইন)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : টাবু (হায়দার)
সেরা পার্শ্ব-অভিনেতা : কে কে মেনন (হায়দার)
সেরা নবাগত পরিচালক : অভিষেক বর্মণ (টু স্টেটস)
সেরা অভিনেতা (সমালোচনা) : সঞ্জয় মিশ্র (আঁখো দেখি)
সেরা অভিনেত্রী (সমালোচনা) : আলিয়া ভাট (হাইওয়ে)
সেরা ছবি (সমালোচনা) : রজত কাপুর (আঁখো দেখি)
সেরা সংগীত পরিচালক : শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস)
সেরা লিরিক : রাশমি সিং—ম্যুসকুরানে কি ওয়াজাহ্ (সিটিলাইটস)
সেরা নবাগত অভিনেতা : ফাওয়াদ খান (খুবসুরত)
সেরা নবাগত অভিনেত্রী : কৃতি সানন (হিরোপান্তি)
সেরা গল্প : রজত কাপুর (আঁখো দেখি)
সেরা সংলাপ : অভিজাৎ জোশি, রাজকুমার হিরানি (পিকে)
সেরা চিত্রনাট্য : অভিজাৎ জোশি, রাজকুমার হিরানি (পিকে)
সেরা গায়ক : অঙ্কিত তিওয়ারি—গ্যালিয়া (এক ভিলেন)
সেরা গায়িকা : কনিকা কাপুর—বেবি ডল (রাগিণী এমএমএস টু)
আজীবন সম্মাননা পুরস্কার : কামিনী কৌশল
সেরা নৃত্যপরিচালনা : আহমেদ খান—জুম্মে কি রাত (কিক)
সেরা আবহসংগীত : অমিত ত্রিবেদী (কুইন)
সেরা সিনেম্যাটোগ্রাফি : ববি সিং ও সিদ্ধার্থ দিওয়ান (কুইন)
সেরা অ্যাকশন : শ্যাম কৌশল (গুন্ডে)
সেরা সম্পাদনা : অভিজিৎ কোকাটে ও অনুরাগ কশ্যপ (কুইন)
সেরা প্রোডাকশন ডিজাইন : সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (হায়দার)
সেরা পোশাক : ডলি অলুওয়ালিয়া (হায়দার)
সেরা শব্দ পরিকল্পনা : অনিলকুমার কোনাকান্ডলা ও প্রবাল প্রধান (মারদানি)