আরশিনগর সম্মাননা পাচ্ছেন অধ্যাপক সৈয়দ জামিল
এবার আরশিনগর সম্মাননা পাচ্ছেন নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমদ। ২৩ মে সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে গঠিত কমিটি তাঁকে নির্বাচন করে।
এ উপলক্ষে কাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পকলার বহিরাঙ্গনে আরশিনগর থিয়েটারের গানের দল আরশিঘরের আহ্বান গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আরশিনগর সম্মাননা-২০১৬ প্রদানের এ অনুষ্ঠানে ‘সে রাতে পূর্ণিমা ছিল’ নাটকটি ২৫তমবারের মতো প্রদর্শিত হবে।
আয়োজন প্রসঙ্গে রেজা আরিফ বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের থিয়েটারে আমাদের অভীষ্ট নতুনতর শিল্পভাষা নির্মাণ। দর্শকের ভালোবাসায় আমরা সে পথে যাব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ এবং সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ।
সৈয়দ জামিল আহমদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ঐতিহ্যবাহী বাংলা নাটকের কাঠামো এবং আধুনিক থিয়েটারে এর প্রয়োগ বিষয়ে কাজ করছেন তিনি।
অধ্যাপক সৈয়দ জামিল আহমদ নির্দেশিত উল্লেখযোগ্য নাটক হলো—বিষাদসিন্ধু, চাকা, কমলা রানীর দীঘি, বেহুলার ভাসান, সং ভং চং, ম্যাকবেথ, শ্যামার উড়াল ইত্যাদি।