‘যে কেউই সোনম কাপুর হতে পারে’
বলিউডের এই যুগে ফ্যাশন ও স্টাইলের দিক থেকে সোনম কাপুরকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। অভিনয়ের ক্যারিয়ারে তেমন সাফল্য না পেলেও এই দিক থেকে সোনম নিঃসন্দেহে সফল। সোনমের মতো হয়ে ওঠা তাঁর অনেক ভক্তরই স্বপ্ন! তবে সোনমের বাবা অনিল কাপুর মনে করেন, যে কেউ-ই চাইলে সোনমের মতো হয়ে উঠতে পারে।
নয়াদিল্লিতে নিজের অভিনীত টেলিভিশন সিরিজ ‘২৪’-এর প্রচারণা অনুষ্ঠানে অনিল কাপুর তাঁর কন্যা সোনম এবং পুত্র হর্ষবর্ধনকে নিয়ে সোজা-সরলভাবেই বলেছেন কিছু কথা। সবার কাছে তারকা হলেও ব্যক্তিজীবনে তাঁর মেয়ে একেবারেই সাধারণ, আর দশজনের মতো—এমনটাই জানান অনিল।
এ সময় এক ভক্ত জিজ্ঞাসা করেন, কেউ সোনমের মতো হতে চাইলে তা সম্ভব কী না! উত্তরে অনিল বলেন, ‘অবশ্যই সম্ভব। সোনম খুবই সাধারণ, সবার মতো এবং আবেগী একটা মানুষ।’
বিষয়টির ব্যাখ্যা অনিল এভাবে দেন, ‘সোনমকে বড়পর্দা কিংবা বিভিন্ন ছবিতে দেখলে হয়তো একজন তারকার মতো মনে হতে পারে। সে তারকা, এটা অবশ্যই ঠিক। তবে সে একই সঙ্গে আর দশটা মেয়ে কিংবা কারো কন্যার মতোই। যে কেউই সোনম কাপুর হতে পারে।’
কেবল সোনম নয়, পুত্র হর্ষবর্ধনকে নিয়েও বলেছেন অনিল, ‘হর্ষবর্ধন বেশ সৎ ছেলে, পরিশ্রমী। সে একটু অন্তর্মুখী আর স্পর্শকাতরও বটে। তার মতো সন্তান যেকোনো বাবা-মার জন্যই ভালো। আমার কখনো মনেই হয়নি সে কখনো কোনো সমস্যা তৈরি করবে।’ উল্লেখ্য, রাকেশ ওমপ্রকাশ মেহরার আলোচিত আসন্ন ছবি ‘মিরজিয়া’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে হর্ষবর্ধন কাপুরের।