এমি ২০১৬ : মনোনয়ন তালিকায় যত চমক
ঘোষণা হয়ে গেল ৬৮তম এমির মনোনয়ন তালিকা। নিজেদের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য যেমনটি মনোনয়ন পেয়েছেন হলিউড টিভি তারকাদের অনেকে, আবার যোগ্য হলেও অনেকের নাম অনুপস্থিত ছিল সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায়। প্রত্যাশা আর ফলাফলের চিরাচরিত ব্যতিক্রমের কারণে এরই মধ্যে এ নিয়ে গুঞ্জন আর সমালোচনাও শুরু হয়ে গেছে।
‘হাউস অব কার্ডস’, ‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য পিপল ভার্সেস ওজি সিম্পসন’—এ তিনটি টিভি সিরিজের আধিপত্য দেখা গেছে তালিকাজুড়ে। কিন্তু ‘দ্য গুড ওয়াইফ’ এবং ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিরিজ দুটির অনুপস্থিতি আবার প্রশ্নবিদ্ধ করছে মনোনয়ন প্রক্রিয়াকে।
এবারের এমির মনোনয়ন তালিকার এ রকম সব চমক নিয়ে থাকছে এই আয়োজনে।
‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ সিরিজের বিষয়ে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এর জ্যেষ্ঠ লেখক লিয়ানে আগুইলেরা কথা, “বছরের পর বছর ‘অরেঞ্জ’ প্রভাব বিস্তার করে গেছে এমিতে, যেখানে চূড়ান্ত পুরস্কারও পেয়েছিলেন উজো আদুবাসহ অন্য তারকারা। কিন্তু এ বছরের তালিকা থেকে এই সিরিজ সম্পূর্ণ অনুপস্থিত শুধু তাদের তৃতীয় কিস্তির কাজের জন্য, আর ডেডলাইনের পর প্রকাশিত হওয়ার কারণে বিবেচনার বাইরে ছিল সিরিজটির চতুর্থ কিস্তি।” যত যা-ই হোক, দর্শকপ্রিয়তা বিবেচনায় এবারের এমির তালিকায় ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-এর অনুপস্থিতি একটু বিস্ময়করই বটে।
এবারের মনোনয়নে দারুণ এক চমকের নাম ‘দি আমেরিকানস’। ভক্ত-সমালোচকরা যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তখনই তালিকায় শক্ত অবস্থান করে নিয়েছে এই টিভি সিরিজ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন ম্যাথিও রাইস আর কেরি রাসেল। শুধু তাই নয়, ‘আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে খোদ সিরিজটিই।
‘হোমল্যান্ড’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ড্যামিয়ান লুইস এমি মনোনয়ন পেয়েছেন বেশ কয়েকবার। প্রায় ধারাবাহিক মনোনয়ন পাওয়ার খাতিরে তাঁর নতুন সিরিজ ‘বিলিওনস’-এর জন্যও মনোনয়ন আশা করেছিলেন অনেকেই। অপ্রত্যাশিতভাবে এবারের এমিতে কোনো মনোনয়ন পাননি এই ‘হোমল্যান্ড’ তারকা।
ব্যাপকভাবে প্রশংসিত টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর জন্য জুলিয়ানা মারগুইলিস এবারে কোনো মনোনয়ন পাননি! প্রত্যাশিত মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে সিরিজটিও। ভক্ত-সমালোচকদের কাছে ঘটনাটি বিস্ময়করই বটে, মাত্র দুই বছর আগেও একই চরিত্রের জন্য চূড়ান্ত পুরস্কার পেয়েছিলেন জুলিয়ানা!
‘আন্ডারডগ’ হিসেবে বিবেচিত অসাধারণ দুটি টিভি শো ‘মাস্টার অব নান’ ও ‘মিস্টার রোবট’। প্রত্যাশার বাইরে এসে এবার হঠাৎ করেই এমি মনোনয়ন পেয়েছেন শো দুটির অভিনেতা আনসারি ও মালেক। ভক্তদের খুশি কি আর ধরে! ‘মিস্টার রোবট’ আবার মনোনয়ন পেয়েছে আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ ক্যাটাগরিতেও, যখন মাত্র দুই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে শুরু যাচ্ছে ‘মিস্টার রোবট’-এর দ্বিতীয় কিস্তি।
কিছুটা বিস্ময়করভাবে, কিট হ্যারিংটন ‘গেম অব থ্রোনস’-এর জন্য পেয়েছেন এমিতে তাঁর সর্বপ্রথম মনোনয়ন। ভক্তদের ধারণা, ‘শীত’ আসুক আর নাই আসুক, জন স্নো ঘরে ফিরছে এমি নিয়ে!
‘কনফারমেশন’-এর জন্য কেরি ওয়াশিংটন একটি মনোনয়ন পেলেও শোন্ডা রাইমসের সুপারহিট সিরিজ ‘স্ক্যান্ডাল’-এর জন্য কোনো মনোনয়ন মেলেনি তাঁর। প্রত্যাশিত পরিমাণ মনোনয়ন মেলেনি ‘গ্রেই’জ অ্যানাটমি’র জন্যও। তবে আবারও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তালিকায় ফিরেছে ভাইয়োলা ডেভিস, যিনি মনোনয়ন পেয়েছেন ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’-এ তাঁর চরিত্রের জন্য।
দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘আনরিয়েল’ অবশেষে এবার একটি মনোনয়ন পেয়েছে এমিতে। পাশাপাশি ‘আনরিয়েল’-এর খাতিরে কনস্ট্যান্স জিমার আবার মনোনয়ন পেয়েছে ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাকট্রেস ফর দ্য লাইফটাইম শো’ ক্যাটাগরিতে।
২৮ সেপ্টেম্বর চূড়ান্ত অনুষ্ঠানে জানা যাবে বিজয়ীদের খবরাখবর।