শেষ হয়ে যাবে ‘শার্লক’?
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘শার্লক’-এর পরবর্তী কিস্তিটিই ইতি টানতে পারে এই কাহিনীর, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। “শুরুর দিকের সেই ‘শার্লক হোমস’ বেনেডিক্ট কাম্বারব্যাচ এখন দুনিয়াজোড়া খ্যাত অভিনেতাদের একজন, তবুও সিরিজের এই পর্যন্ত কাম্বারব্যাচ অভিনয় করে আসছেন শুধু ‘শার্লক’-এর প্রতি তাঁর ভালোবাসা আর নিষ্ঠার জন্য”, এমনটাই বলেছেন নির্মাতাদের একজন।
বিবিসির এই সুপারহিট টেলিভিশন সিরিজের নির্বাহী প্রযোজক স্টিভেন মোফাট বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত যে করপোরেশন এখন পর্যন্ত এই অভিনেতাদের ধরে রাখতে পেরেছে। বিচক্ষণ শার্লক হোমসের চরিত্রে অভিনয় করা বেনেডিক্ট কাম্বারব্যাচ আর তাঁর সহকারী ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করা মার্টিন ফ্রিম্যান এখন রীতিমতো ফিল্ম স্টার। তাঁদের নিয়েই নির্মিত ‘শার্লক’-এর চতুর্থ কিস্তি টেলিভিশন পর্দায় আসতে যাচ্ছে ২০১৭-এর শুরুর দিকে।”
‘শার্লকে’র ভবিষ্যৎ প্রসঙ্গে স্টিভেন মোফাট বলেন, “আমি জানি না, এটাকে কত দূর ধরে রাখা যাবে। ব্যক্তিগতভাবে আমার চেষ্টার কোনো কমতি না থাকলেও এ ক্ষেত্রে আমিই একমাত্র নির্ধারক নই। এটাই যদি ‘শার্লকে’র শেষ কিস্তি হয়, আমি সামান্যই অবাক হব! বাস্তবতা হচ্ছে, এমনটা ছাড়া অন্য রকম হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নেই।”
মিনি সিরিজ হয়েও ‘শার্লক’ হয়ে উঠেছে বিবিসির অন্যতম জনপ্রিয় এবং লাভজনক একটি টেলিভিশন ড্রামা। এই তো কদিন আগেই ‘নতুন বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রচারিত হয়েছিল ভিক্টোরিয়ান সময়ের আদলে নির্মিত একটি বিশেষ পর্ব, বিবিসি ওয়ান চ্যানেলে প্রচারিত যেই পর্ব দেখেছিলেন প্রায় সোয়া এক কোটি দর্শক। বিবিসি ওয়ার্ল্ডওয়াইডের বাণিজ্য শাখার এক কর্মকর্তা জানান, বিবিসির গত বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাফল্য পাওয়া অনুষ্ঠান ছিল ‘দি অ্যাবমিনেবল ব্রাইড’ নামের বিশেষ এই পর্বটি। সদ্য প্রকাশিত এমি অ্যাওয়ার্ডের তালিকায়ও ‘শার্লক’ একাই বাগিয়ে নিয়েছে পুরো ছয়টি মনোনয়ন।
তবে যত কিছুই হোক, সবকিছুরই তো শেষ আছে!