মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যৌথভাবে নির্মিত শহীদ মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের পাঁচটি প্রযোজনা সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী নাট্যপ্রদর্শনী।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই নাট্যপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকী ইনাম, সারা যাকের ও রোকেয়া রফিক বেবী।
উদ্বোধনী আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয় আনন জামান নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাট্যকার মুনীর চৌধুরী নাটক ‘কবর’।
সত্যান্বেষী নাট্যকার মুনীর চৌধুরীর ৫২-এর রক্তিম উপলব্ধিকে হৃদয়াঙ্গম করে ’৭৫ এবং তার পরবর্তী সমসাময়িক ঘটনাগুলোকে সরলরৈখিকভাবে নাট্যকার আনন জামান তুলে ধরেছেন ‘কবর’ নাটকটিতে।
নাটকের শুরুতে রূপক মূষিকের পরিচয় উন্মোচনের পথ ধরে হেঁটেছে বর্তমানের পথে। গোরস্থানের আধিভৌতিক আবহে জ্যান্ত হয়ে ওঠে ’৭৫-এর প্রতিটি বিভীষিকাময় চরিত্র সকল। ক্রমবর্ধমান ঘূর্ণায়মান রীতিতে আবর্তিত হতে থাকে ক্ষমতালোভী নেতা এবং মেজর। চেয়ার দখলের নিমিত্তে যেন টেনে দেয় সকল প্রশ্নের উপসংহার। ইগল চোখের ক্ষত-বিক্ষত শরীরের ফোকরে ফোকরে আবির্ভূত হয় সমগ্র বাংলার রাষ্ট্রযন্ত্রের চরিত্র।
মুদ্রা ফকির যেন আমাদের ক্ষয়িষ্ণু জাতীয় মানসিকতার উজ্জ্বলতম ধিক্কার। মুদ্রাফকিরের প্রতিটি সংলাপের পরতে পরতে বিচ্ছিন্ন করতে চেয়েছে নেতা ও মেজরের ক্ষমতার বিভ্রম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাটম্যান প্রথা, নীলকণ্ঠ কিংবা ছায়াবানুর মর্মবেদনা কোনোটিই স্পর্শ করতে পারেননি শাসক শ্রেণীর অন্তর। সেই মর্মবেদনাকে বুকে ধারণ করে নির্দেশকের হাত ধরে আগুন-ধুলোর গহিনে প্রবেশ করেছে এ নাট্যের চরিত্ররা।
আগামী ১৭ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় পরবর্তী নাটকগুলো মঞ্চস্থ হবে।
১৪ নভেম্বর আবদুল হালিম প্রামাণিক সম্রাট নির্দেশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত ‘বংশধর’। ১৫ নভেম্বর কাজী তৌফিকুল ইসলাম নির্দেশিত প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন পরিবেশিত সেলিম আল দীনের ‘মুনতাসীর ফ্যান্টাসি’।
১৬ নভেম্বর কৌশিক সরকার নির্দেশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত মুনীর চৌধুরীর নাটক ‘মিলিটারি’ এবং ১৭ নভেম্বর শেকানুল ইসলাম শাহী নির্দেশিত আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল পরিবেশিত নাটক ‘বংশধর’।