রান্না করতে অনেক ভালোবাসি : স্বাগতা
বাগদান সম্পন্ন হওয়ার পর নতুন কোনো কাজ করেননি অভিনেত্রী স্বাগতা। বাসায় ও বাইরে ঘোরাফেরা করে সময় কাটাচ্ছেন তিনি। নতুন তথ্য হলো স্বাগতা যেমন ভালো গান ও অভিনয় করেন ঠিক তেমন ভালো রান্না করারও সুখ্যাতি আছে তাঁর।
কিন্তু কাজের ব্যস্ততায় সব সময় রান্না করা হয়ে ওঠে না স্বাগতার। একটু সময় পেলে রাঁধুনির অবতারে দেখা যায় তাঁকে।
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে রান্নাবিষয়ক নতুন অনুষ্ঠান ‘ফুড ক্যারাভান’। আবু রায়হান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকী ছেত্রী। অনুষ্ঠানে নিয়মিত রন্ধনশিল্পী হিসেবে আছেন আফিফা আক্তার লিটা।
আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে রয়েছেন অভিনেত্রী স্বাগতা।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে স্বাগতা বলেন, ‘ফুড ক্যারাভান’ অনেক ভালো একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠানে যেতে আমার সব সময় অনেক ভালো লাগে। কারণ একটাই, নতুন রান্না শিখতে পারি। আমি রান্না করতে অনেক ভালোবাসি। আমি চাই সবাই পুষ্টিকর খাবার খেয়ে ভালোভাবে বেঁচে থাকুক।’
‘ফুড ক্যারাভান’ অনুষ্ঠানটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ফ্যামিলি রেসিপি, সিদ্দিকা কবির’স রেসিপি এবং রেস্টুরেন্ট রেসিপি।
ফ্যামিলি রেসিপিতে থাকছে আঞ্চলিক, ঐতিহ্যবাহী ও নিত্য-নৈমিত্তিক বৈচিত্র্যময় বিভিন্ন রান্না। সিদ্দিকা কবীরস রেসিপি পর্বটি সাজানো হয়েছে এনটিভিতে প্রচারিত জনপ্রিয় রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবীরস রেসিপির বিভিন্ন রান্না নিয়ে।
স্বাগতার জনপ্রিয় সেই রান্নাগুলোকে এ সময়ের জনপ্রিয় সেলিব্রিটিদের মাধ্যমে পুনরায় উপস্থাপন করা হবে। আজ তিনি সেই রেসিপির খাবার তৈরি করে দেখাবেন।
সর্বশেষ রেস্টুরেন্ট রেসিপি অংশে নির্ধারিত রেস্টুরেন্টের জনপ্রিয় একটি রেসিপি শেফের মাধ্যমে রেস্টুরেন্টের কিচেনেই তৈরি করে দেখানো হবে।