ঢালিউড
চেহারা বাপ্পীর, গলা ইভানের
চলতি বছরে মুক্তি পাওয়া দুটি ছবি ‘সুইট হার্ট’ ও ‘ওয়ান ওয়ে’র মতো ‘আমি তোমার হতে চাই’ ছবিতেও নায়ক বাপ্পীর হয়ে কণ্ঠ দিয়েছেন উপস্থাপক ইভান সাইর। ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার।
অন্যের মুখে নিজের কণ্ঠ সম্পর্কে ইভান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আসলে ডাবিং শিল্পী নই। অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করে থাকি। তাই এই পরিচয়েই সম্মানিত বোধ করি। এর আগে আমি বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি অনেকবার, এখনো কাজ করে যাচ্ছি। অভিনয় আমার কাছে ভালো লাগে, কিন্তু মঞ্চে কাজ করলেও পর্দায় কখনো কাজ করা হয়নি। হঠাৎ করেই চলচ্চিত্রে ডাবিং করার অফার পেয়ে রাজি হয়ে গেলাম। ভাবলাম নিজের অভিনয় যোগ্যতা এবার যাচাই করে নিতে পারব। তাই ছবিতে কণ্ঠ দেওয়া।’
নায়ক বাপ্পীর জন্য তিনটি ছবিতে ডাবিং করা ছাড়াও আরো বেশ কয়েকটি ছবিতে ইভান কাজ করেছেন ডাবিং-শিল্পী হিসেবে। এই কাজ করার কারণে অভিনয় সম্পর্কে আরো ভালো করে জানতে পারছেন বলে মন্তব্য করেন ইভান। বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় বিষয়। সেখানে অভিনয় করতে গেলে অনেক বিষয়ে লক্ষ রাখতে হয়, আমি সেই খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পেরেছি। মাঝে একটু বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। কেননা তখন ‘আমি তোমার হতে চাই’ ছবির ডাবিং নিয়ে মামলা চলছিল। যদিও বিষয়টা এরই মধ্যে শেষ হয়েছে। তবে নায়ক বাপ্পীর সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, আমরা অনেক কাছের বন্ধু।’
‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তির আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে পরিচালক অনন্য মামুন বলেছিলেন, ভুল উচ্চারণের কারণেই অন্যকে দিয়ে বাপ্পীর ডাবিং করানো হয়। মুক্তি পেতে যাওয়া ছবিতে বাপ্পীর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন মিম। এ ছাড়া অভিনয় করেছেন দীপালি, জন, মিশা সওদাগর প্রমুখ।