এই প্রথম ভারতীয় সিনেমার প্রিমিয়ার হবে আইফেল টাওয়ারে

Looks like you've blocked notifications!
ছবি- ইন্সটাগ্রাম

নীতেশ তিওয়ারি পরিচালিত, 'বাওয়াল' সিনেমাতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরকে এক সাথে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, জুলাই মাসের মাঝামাঝিতে প্যারিসের আইফেল টাওয়ারে 'বাওয়াল' সিনেমাটি প্রিমিয়ার হবে। আইফেল টাওয়ারে এটিই হবে প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা কিনা প্রিমিয়ার করা হবে। এটিকে ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় প্রিমিয়ার বলে মনে করা হচ্ছে।

আইফেল টাওয়ারে 'বাওয়াল'-এর প্রিমিয়ারের একটি কারণও রয়েছে। প্যারিসের কিছু জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে। চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প। এর সাথে একটি প্রেমের গল্পও যুক্ত হয়েছে। আর প্যারিসকে প্রেমের শহর হিসাবে বিবেচনা করা হয়। এই কারণেই নির্মাতারা সেখানে সিনেমাটির প্রিমিয়ার করতে চায়।

সম্প্রতি 'বাওয়াল' সিনেমার নির্মাতারা পোস্টার উন্মোচন করেছেন। সিনেমাটি ২০২৩ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন এটি ওটিটি-তেই দেখা যাবে বলে জানা গিয়েছে। আসন্ন জুলাই মাসে সিনেমাটি প্রিমিয়ার হতে চলেছে।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া